Header Ads

নেতাজির ছবি সম্বলিত কয়েন আনতে চলেছে কেন্দ্ৰ


নয়াদিল্লিঃ নেতাজির ছবি সম্বলিত কয়েন আনতে চলেছে কেন্দ্ৰ। আজাদ হিন্দ সরকারের প্ৰথম জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বছর পূৰ্তি উপলক্ষে এই বিশেষ কয়েন আনা হবে। কয়েনটিতে থাকবে জাতীয় পতাকাকে অভিবাদনরত নেতাজির ছবি। কয়েকটি টাঁকশালে অল্প পরিমাণ কয়েন তৈরি করা হবে। কেন্দ্ৰীয় অৰ্থ মন্ত্ৰকের তরফ থেকে একটি নোটিস জারি করা হয়েছে। ৩৫ গ্ৰাম ওজনের কয়েনটি ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা এবং বাকি ১০ শতাংশের অৰ্ধেক নিকেল এবং জিংক দিয়ে তৈরি করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.