Header Ads

বিদ্যালয়ের সাইনবোর্ডে ঠিকানা ইসলামপুরের বদলে ঈশ্বরপুর, বিতর্ক শিক্ষা মহলে

ইসলামপুর-উত্তরপ্রদেশের যোগীরাজের ছায়া এবার এই রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ইসলামপুরে রয়েছে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এবং বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত 'সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির স্কুল'। এই স্কুলের সাইন বোর্ডে বিদ্যালয়ের ঠিকানা, ইসলামপুরের বদলে ঈশ্বরপুর করা হয়েছে। আর জায়গার নাম বদলের এই ঘটনা নিয়েই বিতর্ক দেখা দিয়েছে জেলার শিক্ষামহলে। বিরোধীদের অভিযোগ, এই রাজ্যেও জায়গার নাম বদলে ধর্মের ভিত্তিতে শক্তি কায়েম করার খেলায় নেমেছে সংঘ পরিবার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা নগর করেছেন। ইলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। সেই ধারা বজায় রেখে এরাজ্যেও শুরু হয়েছে নাম পরিবর্তন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি বিদ্যালয়ের জায়গার নাম বদলে রাখা হয়েছে ঈশ্বরপুর। ভিএইচপি পরিচালিত 'সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির'-এর ঠিকানা ইসলামপুরের বদলে করা হয়েছে ঈশ্বরপুর। অষ্টম শ্রেণী পর্যন্ত ৫৪০ জন ছাত্রছাত্রী এই স্কুলে পড়ে। বিদ্যালয়ের অধ্যক্ষ খুদিরাম রায় জানিয়েছেন, যে বোর্ডটিতে ঈশ্বরপুর নাম লেখা রয়েছে তা স্কুল কর্তৃপক্ষের নয়। তাদের স্কুলের ঠিকানাতে ইসলামপুরের নামই লেখা রয়েছে। অন্যদিকে, এই ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কমলেশ নন্দী জানিয়েছেন, ওই বিদ্যালয় বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত নয়। তবে ইসলামপুরের নাম তারা ঈশ্বরপুর বলেই জানেন বলে দাবী করেছেন বিশ্ব হিন্দু পরিষদ জেলা সভাপতি কমলেশ নন্দী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.