Header Ads

রায়গঞ্জে শুরু হল ৯২ তম গোষ্ঠলীলা উৎসব

রায়গঞ্জ - প্রতিবছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বন্দর এলাকায় শুরু হল গোষ্ঠলীলা উৎসব। প্রয়াত পন্ডিত গোপাল চন্দ্র মন্ডল প্রবর্তিত গোষ্ঠলীলা উৎসব এবছর ৯২ তম বর্ষে পদার্পন করল। গোষ্ঠলীলা উৎসব উপলক্ষে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় নজর কাড়ে বিশালাকার সুসজ্জিত এক হাতি। এছাড়াও ঘোড়ার গাড়ি ও বেশ কয়েকটি ভ্যান রিক্সাকে রথের আকারে সাজিয়ে, তাতে ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন দেবদেবীর রূপে সাজিয়ে পরিক্রমা করানো হয়। সুদৃশ্য শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন ছিলো প্রশংসনীয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রা রায়গঞ্জ শহরের বন্দর এলাকা থেকে শুরু হয়ে শিলিগুড়িমোড়ে শেষ হয়।বন্দর হাটখোলার এই গোষ্ঠলীলার সুদৃশ্য শোভাযাত্রা দেখতে রায়গঞ্জ শহরের রাজপথে হাজার হাজার মানুষ ভিড় জমান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.