Header Ads

লামডিংয়ে পালিত হল শিশু দিবস

 লামডিং থেকে স্বপন দাসের তোলা ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, লামডিং- গোটা দেশের সঙ্গে বুধবার রেল নগরী লামডিংয়েও পালিত হল শিশু দিবস। হোজাই জেলা সাহিত্য সভার উদ্যোগে তথা লামডিং সাহিত্য সভার সহযোগে লামডিংয়ের ভারত স্কাউট অ্যান্ড গাইড প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় শিশু দিবস। অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন সামডিং শাখা সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ড০ রজত গোস্বামী। নাচ, গান, আবৃত্তি, ‘গো অ্যজ ইউ লাইক’ ইত্যাদির মাধ্যমে জমজমাট হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান। হোজাই জেলার শতাধিক কচিকাঁচা এদিনের অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.