চিনে আয়োজিত ১৩তম এশিয়ান ড্ৰাগন বোট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন অসমের খেলোয়াড়রা
ছবিঃ সৌঃ জি প্লাস
গুয়াহাটিঃ চিনে ১৫ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে ১৩তম এশিয়ান ড্ৰাগন বোট চ্যাম্পিয়নশিপ। চলবে ১৮ নভেম্বর অবধি। চ্যাম্পিয়নশিপে অংশগ্ৰহণ করতে চলেছেন অসমের খেলোয়াড়রা। ভারতীয় ড্ৰাগন বোট রেসিং স্কোয়াডে রয়েছে ২৮ জন সদস্য। তাদের মধ্যে অসম থেকে রয়েছেন (ছেলেদের মধ্যে) মৈনুদ্দিন আহমেদ, রূপেন রাভা, মহম্মদ মুশাহাব আলি। (মেয়েদের মধ্যে) রয়েছেন- বিজুলি কলিতা, বিউটি কলিতা, হিরামণি কলিতা, দ্বিপান্বিতা কলিতা এবং অমিয় কলিতা।









কোন মন্তব্য নেই