অসমে জেহাদীদের বাড়বাড়ন্ত, ভবিষ্যতে অসমে মুখ্যমন্ত্ৰী হবেন বদরুদ্দিন আজমলঃ জয়ন্ত মল্ল বরুয়া
গুয়াহাটিঃ কংগ্ৰেস দল গত ১৫ বছরে দুৰ্নীতিরাজ চালিয়েছে, তাদের কালো টাকার জোরে রাজ্যে ৭০ টি সংগঠন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বিজেপির মুখপাত্ৰ মল্ল বরুয়া অভিযোগ করেন, অখিল গগৈর আন্দোলনের পেছনে কংগ্ৰেসের হাত আছে। রাজ্য পৰ্যটন নিগমের চেয়ারম্যান মল্ল বরুয়া বিজেপির কাৰ্যালয়ে আজ রূপম গোস্বামী সহ অন্যান্য বিজেপি নেতাদের পাশে নিয়ে কংগ্ৰেসের তীব্ৰ সমালোচনা করে বলেন, হিন্দু বাংলাদেশীর বিরোধিতা করা হলে সংবিধানের বিরোধিতা করা হবে। কংগ্ৰেস, এআইইউডিএফ অসমকে কাশ্মীরের দিকে ঠেলে দিচ্ছে। তারা জেহাদীদের প্ৰশ্ৰয় দিচ্ছে, রাজ্যের কয়েকটি জেলায় জেহাদিদের বাড়বাড়ন্ত, তা চলতে থাকলে ভবিষ্যতে অসমে মুখ্যমন্ত্ৰীর পদে বসবেন বদরুদ্দিন আজমল। রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় সংগঠনগুলোও সমৰ্থন করছে। বিজেপি অসমকে কোনও দিন দ্বিতীয় ত্ৰিপুরা বানাতে দেবে না। মল্ল বরুয়া ১৯৫৫ নাগরিকত্ব আইনের প্ৰসঙ্গ তুলে বলেন, সংবিধানে হিন্দুদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্ৰ থেকে নিৰ্যাতিত হয়ে সে সব হিন্দু ধৰ্মাবলম্বী মানুষ এই দেশে আসবে। তারা কমপক্ষে ১১ বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।








কোন মন্তব্য নেই