শিশুদের বৌদ্ধিক, সামাজিক এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্ৰে সরকারেরও দায়বদ্ধতা আছেঃ সৰ্বানন্দ সনোয়াল
অমল গুপ্তঃ গুয়াহাটি
শিশুরাই দেশের ভবিষ্যৎ, আমাদের নতুন প্ৰজন্মের চিন্তা চৰ্চার উপর দেশের প্ৰগতি নিৰ্ভর করছে। সেই শিশুদের উপযুক্ত মানৱ সম্পদ হিসাবে গড়ে তুললে দেশের ভবিষ্যৎ অধিক শক্তিশালী হবে। শিশুদের কেবল পাঠ্যপুথিতেই সীমাবদ্ধ রাখলে চলবেনা, নৈতিক-আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। আজ গুয়াহাটি মহানগরে দেশের প্ৰথম প্ৰধানমন্ত্ৰী জওহরলাল নেহেরn জন্ম তিথি উপলক্ষে দেশ জুড়ে শিশু দিবস উদযাপন করা হেচ্ছ। সেই দিবসের অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল শিশুদের প্ৰতি বৰ্তমান প্ৰজন্মের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। আজ সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে গুয়াহাটি জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহে মুখ্যমন্ত্ৰী বলেন, শিশুদের ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষাগুরু এবং মা-বাবার বিশেষ দায়িত্ব আছে। শিশুদের বৌদ্ধিক, সামাজিক এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্ৰে সরকারেরও দায়বদ্ধতা আছে। শিশুদের পরিবেশ-প্ৰকৃতির প্ৰতি আগ্ৰহ করে তোলার উপর জোর দিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, সবুজ স্বচ্ছ এবং প্ৰদূষণমুক্ত অসম গড়ার লক্ষ্যে শিশুদের পাশে সমাজকে দাঁড়াতে হবে। এই দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্ৰী বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন। সমাজ কল্যাণমন্ত্ৰী প্ৰমিলা রাণী ব্ৰহ্ম শিশু দিবসের তাৎপৰ্য ব্যাখ্যা করে বলেন, সরকার শিশুদের কল্যাণে বহুবিধ কৰ্মসূচী গ্ৰহণ করেছে। আজকের এই অনুষ্ঠানে অসম রাজ্যিক মহিলা কমিশনের অধ্যক্ষ সিকিমিকি তালুকদার, বিশিষ্ট শিল্পি রমেন বরুয়া, মাধুরীমা চৌধুরী, হিরণ্য ডেকা, সমাজ কল্যাণ বিভাগের ডিরেক্টার হেমেন দাস প্ৰমুখ উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই