Header Ads

শুদ্ধ এনআরসি, নাগরিকত্ব বিল পাশ করার দাবিতে করিমগঞ্জে মিছিল

শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ শুদ্ধ এনআরসি এবং নাগরিকত্ব বিল পাশ করার দাবিতে বৃহস্পতিবার করিমগঞ্জের কানিশাইল এলাকায় বিশাল মিছিল বের হয়। মিছিলে অংশগ্ৰহণকারীরা শহরের প্ৰধান পথ পরিক্ৰমা করে জেলা শাসকের হাতে এ সংক্ৰান্ত একটি স্মারক তুলে দেন। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির আহ্বান করা এদিনের মিছিলে যোগ দিয়ে যুব ছাত্ৰ ফেডারেশনের সভাপতি দীপক দেব এবং উপদেষ্টা চিত্ত পাল বলেন, সব বাঙালিকে একত্ৰিত হতে হবে। বরাক-ব্ৰহ্মপুত্ৰের বাঙালিকে পৃথক হলে চলবে না। ভাষার স্বাৰ্থে সবাইকে এককাট্টা হয়ে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, ভাষা নিয়ে সাধারণ অসমিয়া এবং বাঙালির মধ্যে কোনও বিভেদ নেই। কিন্তু উচ্চ পৰ্যায়ের একাংশ বাঙালি-অসমিয়ার মধ্যে বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তাই বাঙালিরা এককাট্টা থাকলে কোনও সমস্যারই সৃষ্টি হবে না। এদিনের মিছিলে যোগ দেন অসম বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য তপোধীর ভট্টাচাৰ্যও। তিনি বলেন, যারা অসমে একটি ভাষা থাকার দাবি করছেন তাঁরা গণতান্ত্ৰিক লোক নন। ফলে এধরনের মানসিকতার লোকেদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.