Header Ads

রাজ্যে পালিত হল লাচিত দিবস

গুয়াহাটিঃ বীর লাচিতের আদর্শে দেশের ভিতরে শক্তিশালী রাজ্য হিসাবে এগিয়ে নিতে হবে অসমকে। নতুন প্রজন্মকে জানাতে হবে বীর লাচিতের কথা, তাঁর ব্যক্তিত্বের কথা। লাচিত দিবস উপলক্ষ্যে তাই আহোম যুব পরিষদের উদ্যগে শ্রীমান্ত শঙ্কর দেব কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ভাষণে এ কথা বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। প্ৰসঙ্গত, শনিবার গোটা রাজ্যে উল্লাস ও উৎসাহের সঙ্গে পালন করা হয় লাচিত দিবস।  অসাধারণ দেশপ্রেম, সাহস, পরিশ্রম, বুদ্ধি, সততা, কর্মনিষ্ঠার প্রতীক ছিলেন বীর লাচিত। তাঁর কাছে দেশের চেয়ে কেউ বড় ছিল না। তাই তিনি বলতে পেরেছিলেন "দেশের থেকে মামা বড় নয়।" লাচিত দিবসে এই বীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল অসমবাসী এই উদ্দেশ্যে অসমে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছিল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। শনিবার সকালে জালুকবাড়িতে সৰ্বপ্রথমে লাচিত বরফুকনের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ বিজয়া চক্রবর্তী। ওদিকে, কাছাড়ি ঘাটেও সরকারী ভাবে পালন করা হয় লাচিত দিবস। সেখানেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী। এদিন চানমারির লাচিত সংঘ, তাই আহোম ছাত্র সংস্থা, তাই যুব ছাত্র পরিষদের সঙ্গে গোটা রাজ্যে পালিত হয় লাচিত দিবস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.