Header Ads

হিন্দু-মুসলিম ধৰ্ম বলে কিছুই নেইঃ প্ৰফুল্ল কুমার মহন্ত

বিশ্বে একটিই ধৰ্ম মানব ধৰ্মঃ পরিমল শুক্লবৈদ্য 

গুয়াহাটিঃ অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত ধৰ্ম নিয়ে বিতৰ্কিত মন্তব্য করে রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভ্ৰান্তের সৃষ্টি করেছেন। হিন্দুত্ববাদী রাষ্ট্ৰীয় দল বিজেপি মহন্তের মন্তব্যে ক্ষোভ প্ৰকাশ করেছে। অগপর প্ৰাক্তন সভাপতি মহন্ত গতকাল নগাঁওয়ের এক সভায় বলেছেন, “ধৰ্মশাস্ত্ৰে হিন্দু বা হিন্দুত্ব বলে কিছুই নেই। চার বেদ, ১৪টি শাস্ত্ৰ, ১৮টি পুরাণ এবং উপনিষদে হিন্দু বলে কোনও শব্দই নেই। আলেকজেণ্ডার যখন ভারত আক্ৰমণ করেন, তখন সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে হিন্দু কথাটি উচ্চারণ করেছিলেন, প্ৰকৃতাৰ্থে সিন্ধুকেই হিন্দু বলে ফেলেছিলেন। অপর দিকে মুসলিম বলেও কিছুই নেই। বলা হয় ভারতের মুসলিম ধৰ্মাবলম্বী মানুষরা আরব থেকে এসেছেন, কিন্তু প্ৰকৃতাৰ্থে তা নয় তারা এখানকারই, ধৰ্মান্তরিত হয়ে মুসলিম ধৰ্ম গ্ৰহণ করেছে।” বিজেপির মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য তাঁর প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেছেন, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত পণ্ডিত মানুষ। তিনি হয়তো তাঁর মতো ব্যাখ্যা করেছেন। বিশ্বে একটিই ধৰ্ম আছে তা মানব ধৰ্ম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.