Header Ads

বৰ্তমানে বিপদমুক্ত এগনেস খারসিং



 ছবিতে এগনেস ও অমিতা সাংমা
ননী গোপাল ঘোষ, শিলং, ১৬ নভেম্বর - সিভিল সোসাইটি ওমেনস অরগানাইজেশন (সিএসডব্লিউও)-এর প্রধান ও মেঘালয়ার পরিচিত সমাজসেবী এগনেস খারসিং বর্তমানে বিপদমুক্ত। তাঁর শারীরিক অবস্থা বৰ্তমানে স্থিতিশীল বলে জানানো হযেছে শিলঙের নেইগ্রিমসের (NEIGRIHMS) এক মেডিক্যাল বুলেটিনে। গত 8 নভেম্বর এগনেস ও তাঁর বন্ধু অমিতা সাংমা অবৈধভাবে কয়লা খননের অভিযোগ খতিয়ে দেখতে মেঘালয়ার জয়ন্তিয়া পাহাড়ের টুবের সোসরিয়াতে গিয়েছিলেন। সেখানেই একদল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। যার জেরে গুরুতরভাবে আহত হন এগনেস ও অমিতা। এগনেসের আঘাত বেশি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। বরাবরই অবৈধ কয়লা খননের বিরোধিতা করে এসেছেন এগনেস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.