পঞ্চায়েতের নিৰ্বাচিত প্ৰতিনিধিরা দেড় হাজার টাকা থেকে সৰ্বোচ্চ ১০ হাজার টাকা করে মাসিক পারিতোষিক পাবেন
গুয়াহাটিঃ ১৯৮৫ থেকে ১৯৯৬ পৰ্যন্ত ১০ বছরে প্ৰফুল্ল কুমার মহন্ত নেতৃত্বাধীন অগপ সরকারের তৃণমূল পৰ্যায়ে ক্ষমতা বিকেন্দ্ৰীকরণের উপর আস্থা ছিল না বলে পঞ্চায়েত নিৰ্বাচনের ব্যবস্থাই করেনি। তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্ৰেস সরকার ২০০১ সাল থেকে ক্ষমতায় এসেই পঞ্চায়েত নিৰ্বাচনের ব্যবস্থা করেছিল। ত্ৰিপৰ্যায়ের পঞ্চায়েত ব্যবস্থায় নিৰ্বাচিত পঞ্চায়েত প্ৰতিনিধিদের মাসিক পারিতোষিক দেওয়ার ক্ষেত্ৰে নিয়ম-নীতি পালন করেনি। আশিংকভাবে কিছু গ্ৰাম পঞ্চায়েত প্ৰতিনিধিদের পারিতোষিক দেওয়া হয়েছিল। রাজ্যের পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয় বিভাগের মন্ত্ৰী নব কুমার দলে আশ্বাস দিয়েছেন এবার নিৰ্বাচিত পঞ্চায়েত প্ৰতিনিধিদের নিয়মিতভাবে নিৰ্দিষ্ট হারে মাসিক পারিতোষিক প্ৰদান করে হবে। তিনি জানিয়েছেন, অসম পঞ্চায়েত (প্ৰশাসনীয়) বিধি অনুযায়ী ২০০২ সালের ১৩, ১৪ এবং ১৫ নম্বর দফা মতে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্ৰাম পঞ্চয়েতের নিৰ্বাচিত প্ৰতিনিধিদের মাসিক পারিতোষিক দেওয়ার ব্যবস্থা হয়েছে।জেলা পরিষদের সভাপতিরা মাসে পারিতোষিক পাবেন ১০ হাজার টাকা, জেলা পরিষদের উপ-সভাপতিরা পাবেন ৭ হাজার ৫০০ টাকা, জেলা পরিষদের সদস্যরা পাবেন ৩ হাজার ৫০০ টাকা, আঞ্চলিকি পঞ্চায়েতের সভাপতিরা পাবেন ৭ হাজার ৫০০ টাকা, আঞ্চলিক পঞ্চায়েতের উপ-সভাপতিরা পাবেন ৫ হাজার টাকা, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা পাবেন ২ হাজার ৫০০ টাকা, গ্ৰাম পঞ্চায়েত সভাপতিরা পাবেন ৫ হাজার টাকা, গ্ৰাম পঞ্চায়েতের উপ-সভাপতিরা পাবেন ৩ হাজার টাকা এবং গ্ৰাম পঞ্চায়েতের সদস্যরা পাবেন ১ হাজার ৫০০ টাকা করে মাসিক পারিতোষিক পাবেন। মন্ত্ৰী নব কুমার দলে জানিয়েছেন, পঞ্চায়েত নিৰ্বাচন সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে। প্ৰায় দেড় শো কোটি টাকা নিৰ্বাচনের জন্য ব্যয় হবে। তার মধ্যে অসম রাজ্যিক নিৰ্বাচন কমিশনারের জন্য ব্যয় হবে ১১ কোটি ২৫ লক্ষ, জেলা ডেপুটি কমিশনার ও মহকুমাধিপতির জন্য ব্যয় হবে ৯৬ কোটি ৮ লক্ষ এবং জেলাপুলিশের জন্য ব্যয় হবে ৪২ কোটি ১৮ লক্ষ টাকা। রাজ্যের প্ৰথম পৰ্যায়ে ১৬ টি জেলায় নিৰ্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বর হেচ্ছ মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহারের শেষ দিন। মনোনয়ন পত্ৰ প্ৰদানকে কেন্দ্ৰ করে বিজেপি, কংগ্ৰেস, অগপ দলের মধ্যে চরম অন্তদ্বন্দ্বের খবর পাওয়া গেছে।









কোন মন্তব্য নেই