মেঘালয়ায় ভুটানের কয়লাবাহি ট্রাক চালকদের ওপর হামলার অভিযোগ
প্ৰতীকী ছবি
ননী গোপাল ঘোষ, শিলং - ভুটানের কয়লাবাহি ট্রাক চালকদের ওপর হামলার অভিযোগে মেঘালয়ার মন্ত্রী কিরমেন শিলার পিএসও সাসপেন্ড হলেন। কনস্টেবল থুমুবেইত ডখার ও তাঁর আরও দুই সাগরেদ চেনিক লুহুইদ ও দেইবরমি লিংডো ভুটানের ট্রাকচালকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ট্রাকচালকেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের জোয়াইয়ের (jowai) কাছে। হামলার জেরে ভুটানের পাসাং দোরজি ও ভারতের জিতি কামি নামের দুই ট্রাকচালক আহত হয়েছেন।বাংলাদেশে পরিবহনের উদ্দেশে মোট আটটি ভুটানের নম্বরযুক্ত কয়লাবাহি ট্রাক রওনা হয়েছিল। মেঘালয়াতে কয়লা খনন বন্ধ থাকার জেরে ভুটানের কয়লা যায় বাংলাদেশে। মেঘালয়া-বাংলাদেশের সীমান্ত এলাকা ডাউকি দিয়ে রপ্তানি করা হয় কয়লা। ঘটনার জেরে মন্তব্য করতে গিয়ে মেঘালয়ার মন্ত্রী কিরমেন শিলা জানিয়েছেন তিনি তদন্তে কোনও রকম হস্তক্ষেপ করবেন না, আইন আইনের পথেই চলবে।









কোন মন্তব্য নেই