Header Ads

শিবসাগরে জাতীয় প্ৰেস দিবস উদযাপন

 
গুয়াহাটিঃ তথ্য ও জনসংযোগ সঞ্চালকালয়ের উদ্যোগে এবং শিবসাগর জেলা প্ৰশাসনের সহযোগিতায় শুক্ৰবার শিবসাগরের যুব দল প্ৰেক্ষাগৃহে রাজ্য ভিত্তিক জাতীয় প্ৰেস দিবস উদযাপন করা হয়। সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্ৰীর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, মানুষের সৰ্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণের জন্য বহু ত্যাগ ও কষ্ট স্বীকার করে মহৎ ব্যক্তিরা সমাজকে বহু দূর এগিয়ে নিয়ে গেছেন। তাদের অবদানে সমাজ সম্বৃদ্ধ হয়েছে। প্ৰসঙ্গক্ৰমে তিনি সক্ৰেটিস, গ্যালিলিও, মাৰ্টিন লুথার কিং, ড০ ভূপেন হাজরিকার মতো চিরস্মরণীয় ব্যক্তিদের উদাহরণ তুলে ধরে বলেন, নিজেদের মহৎ আদৰ্শ এবং কৰ্মরাজির মাধ্যমে সভ্যতার অগ্ৰগতিতে অবদান রাখার জন্য তাঁরা সকলেই শ্ৰদ্ধার পাত্ৰ। তিনি আরও বলেন, সংবাদ জগতে সৎ এবং নিষ্ঠাবান মানুষের উপস্থিতি সুপরিবেশ গড়ে তোলার ক্ষেত্ৰে সহায়ক হয়। সুধাকন্ঠ ড০ ভূপেন হাজরিকার ব্যক্তিত্বও কৰ্মরাজি কীভাবে জাতীয় ও আন্তৰ্জাতিক পৰ্যায়ে খ্যাতিমান ব্যক্তিদের মুগ্ধ ও আকৰ্ষিত করেছে সে কথাও বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তিনি। বৰ্তমানে বিশ্বে অন্যান্য পেশার মতো সংবাদমাধ্যম তথা সাংবাদিকতাও নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। সমাজ তথা দেশের বিবেক, জাগ্ৰত প্ৰহরী সাংবাদিকরা নিজেদের কৰ্তব্য সুচারুরূপে পালন করে সেই প্ৰত্যাহ্বানগুলি অতিক্ৰম করতে সক্ষম হবেন। এদিন ‘সাংবাদিকতায় নৈতিকতাঃ ডিজিটাল যুগে তার প্ৰত্যাহ্বান’ শীৰ্ষক আলোচনাচক্ৰে উপস্থিত ছিলেন তেজপুর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড০ অভিজিৎ বরা। তিনি বলেন, বৰ্তমানে সংবাদ মাধ্যম বিভিন্ন প্ৰত্যাহ্বানের সম্মুখীন। আজকাল সাংবাদিকতার নামে ভুয়ো খবরের প্ৰচার টুইটার, ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমে ব্যপক বিভ্ৰান্তির সৃষ্টি করছে। সামাজিক মাধ্যমে মিথ্যা সংবাদের প্ৰচার প্ৰতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে শক্তিশালি গণতন্ত্ৰের জন্য মুক্ত এবং দায়বদ্ধ সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূৰ্ণ। এদিন জাতীয় প্ৰেস দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবসাগরের জেলাশাসক পল্লব গোপাল ঝা, জনসংযোগ বিভাগের সঞ্চালক প্ৰদীপ ব্ৰহ্ম প্ৰমুখ। এদিনের অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জনসংযোগ বিভাগের যুগ্ম সঞ্চালক কনকেশ্বর বরগোহাঞি।   


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.