Header Ads

উত্তরপূর্ব ভারত বাংলা সাহিত‍্যসভার শিলং অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত সম্পৰ্কে চাওয়া হল সকলের মতামত

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গত রবিবার অৰ্থাৎ ১১ই নভেম্বর শিলংয়ের রিলবং কমিউনিটি ভবনে উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত‍্যসভার শিলং অধিবেশনে মত বিনিময় ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সেখানে দুটি কথা উঠে এসেছে । প্ৰথমত, উত্তরপূর্ব ভারতে বাংলা ভাষা এবং বাঙালি জাতির ভবিষ‍্যৎ এবং অসম অতীতে কি ছিল? তা ছাড়া, বাঙালিরা যে এই অঞ্চলের স্থানীয়, সেটা ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করে মহামান‍্য উচ্চতম আদালতে আপিল করার সিদ্ধান্ত হয়েছিল। দ্বিতীয়ত, ভারতের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা। তাই ভারতবর্ষের প্রতিটি রাজ‍্যে বাংলা ভাষা ও বাঙালির সুরক্ষা সুনিশ্চিত  করার জন‍্যে আগামিতে ভারতের প্রতিটি রাজ‍্যের গৃহ মন্ত্রক ও মুখ‍্যমন্ত্রী সহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিটি বিভাগে সেইসঙ্গে দেশের  রাষ্ট্রপতিকেও স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সকলের মতামত চেয়েছেন অধিবেশনের আহ্বায়ক তথা মেঘালয়ার প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী মানস চৌধুরী। এনিয়ে আলোচনার পরই পরবর্তী কার্যসূচি গ্ৰহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্ৰসঙ্গত, অধিবেশনের আলোচনাচক্ৰে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তাতে নয়া ঠাহর গোষ্ঠী সহমত পোষণ করে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.