Header Ads

তিনসুকিয়া নরহত্যার প্ৰতিবাদে মালিগাঁওয়ে শান্তি মিছিল

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ তিনসুকিয়ার ধলা-শদিয়ার বিসনিমুখ- খেরবাড়ি গ্ৰামে নিরীহ মানুষের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার অসম বনধের দিন মালিগাঁও এলাকায় বের করা হয় শান্তি মিছিল। তিনসুকিয়ার ধলাতে নিরীহ পাঁচ বাঙালির নৃশংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে  শনিবার সকাল পাঁচটা থেকে অসম বনধের ঘোষণা করছিল সারা অসম বাঙালী যুব ফেডারেশন।এদিন পাণ্ডু-মালিগাও এলাকার লোকজনদের সহযোগিতায় সকালের দিকে একটি শান্তি মিছিল বের করা হয়। এই মিছিল পাণ্ডু মালিগাও এলাকার বিভিন্ন জায়গা ঘুরে আদাবাড়ি তিনালিতে গিয়ে শেষ হয়। এলাকার প্রায় তিন হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। ‘আমরা শান্তি চাই’, ‘হত্যা হিংসা বন্ধ হোক', ‘নিরীহ মানুষের ওপর অত্যাচার বন্ধ করা হোক’, ‘আমরা ন্যায় চাই’, ইত্যাদি শ্লোগানে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পুরুষ-মহিলা নির্বিশেষে এই প্রতিবাদে সামিল হন। শনিবার সকালে রেলনগরী মালিগাঁওয়ে বনধের সম্পূর্ণ প্রভাব দেখা গেছে। সকাল থেকেই দোকান বাজার স্কুল কলেজ সব বন্ধ ছিল। উল্লেখ্য,   বাঙালি অধ্যুষিত এলাকা  পান্ডু বাজার, বড় বাজার, মালিগাও, সাটেলগেটের দোকানপাট , হাট বাজার সম্পূর্ণ বন্ধ ছিল। বন্ধ ছিল স্কুল কলেজও।সকালে স্থানীয় লোকেরা আদাবাড়িতে প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের  বাধা দেয়। প্রতিবাদ স্থলে এসে পৌঁছন এসিপি পঞ্জিত দুবরা, উপস্থিত ছিলেন জালুকবাড়ি থানার ওসি এসকে সুদ এবং সিআরপিএফ। কয়েক জন প্রতিবাদকারীদের  আটক করে পুলিশ। এরপর প্রতিবাদকারীরা মালিগাও চারালির রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.