Header Ads

শিলংয়ের চেরি ব্লসম উৎসব ভারত-জাপানের সম্পৰ্ককে সুদৃঢ় করবেঃ মুখ্যমন্ত্ৰী করনাড সাংমা


নয়াঠাহর প্ৰতিবেদনঃ
পাহাড় প্ৰকৃতি মনোরম নৈসৰ্গিক পরিবেশে শীতের শিলং, রং বেরঙের ফল-ফুলে গাছ-গাছড়ায় ভরে উঠেছে। তার মাঝে ছোট ছোট পাতার গাছে বেগুনি ফুলের মঞ্জুরি চেরি গাছ শহরের প্ৰাকৃতিক সৌন্দয্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। বিদেশী প্ৰজাতির এই বেগুনি ফুলের চেরি গাছকে কেন্দ্ৰ করে শিলং শহরে আন্তৰ্জাতিক পৰ্যায়ে চেরি ব্লসম উৎসব উদ্বোধন করলেন ভারতস্থিত জাপানের রাষ্ট্ৰদূত কেনজি হিরা মাতসু। তিনি বুধবার এই উৎসবের সূচনা করে বলেন, এই চেরি গাছকে কেন্দ্ৰ করে এই প্ৰতীকি উৎসব-এ ভারতের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পৰ্ক বৃদ্ধি পাবে। দুই রাষ্টের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হবে। জাপানেও প্ৰতিবছর চেরি ব্লসম উৎসব অনুষ্ঠিত হয়। শিলংয়ের পোলো গ্ৰাউণ্ডে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী করনাড সাংমা জাপানের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করে বলেন, চেরি গাছকে কেন্দ্ৰ করে শিলংয়ে এই শরৎকালীন উৎসব সারা বিশ্বের দৃষ্টি আকৰ্ষণ করেছে। গত ২০১৬ সাল থেকে শিলংয়ে চেরি ব্লসম উৎসব অনুষ্ঠিত হেচ্ছ। মেঘালয়ের বন বিভাগ, ইনিষ্টিটিউট অফ বায়োরিসোৰ্সেস এ্যণ্ড সাষ্টেনেবল ডেভেলপমে°ট (আইবিএসডি)র সঙ্গে ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) যৌথভাবে চেরি ব্লসম উৎসব পালন করে আসছে। মেঘালয়ের ষ্টেট পলিউশন কণ্ট্ৰোল বোৰ্ডের চেয়ারম্যান সিপি মারাকও এই উৎসবের সঙ্গে ভারতের সঙ্গে জাপানের সম্পৰ্ক উন্নত হবে বলে আশা প্ৰকাশ করেন। এই উৎসব ১৭ নভেম্বর পৰ্যন্ত চলবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.