Header Ads

গুয়াহাটিতে কাউন্সিল অফ বোৰ্ড অফ স্কুল এ্যডুকেশন ইন ইণ্ডিয়ার ৪৭ তম অধিবেশন

বিদ্যালয় সমূহে পরীক্ষা পরিচালনার ক্ষেত্ৰে সততা, দক্ষতা, দায়বদ্ধতা অবলম্বন করার আহবান মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ কাউন্সিল অফ বোৰ্ড অফ স্কুল এ্যডুকেশন ইন ইণ্ডিয়ার ৪৭ তম বাৰ্ষিক অধিবেশনে মুখ্য অতিথি হিসাবে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ বলেন, পরীক্ষা পদ্ধতির উপর জনসাধারণের আস্থা ও বিশ্বাস যাতে অক্ষুন্ন থাকে তার জন্য সততা, দক্ষতা এবং দায়বদ্ধতা অবলম্বন করার প্ৰয়োজন আছে। আজ খানাপাড়া অসম প্ৰশাসনীয় কলেজ প্ৰেক্ষাগৃহে এই অধিবেশনে মুখ্যমন্ত্ৰী পরিবৰ্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে পরীক্ষা পরিচালনায় অত্যাধুনিক উন্নত প্ৰযুক্তি গ্ৰহণের আহবান জানান। ‘পরীক্ষা পরিচালনার ক্ষেত্ৰে সততা অবলম্বন' শীৰ্ষক বিষয়ের উপর অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেবার দ্বারা আয়োজিত আজকের এই অধিবেশনে উপস্থিত ৬২ টি বিদ্যালয়ের বোৰ্ড এবং কাউন্সিলের অধ্যক্ষ, সদস্যদের সঙ্গে বিদেশীর প্ৰতিনিধিরাও শিক্ষাগত বিষয়টি নিয়ে এই বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্ৰী পাঠ্যক্ৰমসমূহে নীতি শিক্ষা এবং মানবীয় প্ৰমূল্যবোধের উপর জোর দেন। ছাত্ৰ-ছাত্ৰীদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তোলার ক্ষেত্ৰে শিক্ষকদের ভূমিকাও স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানে কাউন্সিল অফ বোৰ্ড অফ এ্যডুকেশন ইন ইণ্ডিয়ার অধ্যক্ষের সঙ্গে নাগাল্যাণ্ড বোৰ্ড অফ সেকেণ্ডারি এ্যডুকেশনের অধ্যক্ষ আসানু সেখোসেই দেশে বোৰ্ডসমূহের পরীক্ষায় সততা এবং স্বচ্ছতা অবলম্বন করার উপর জোর দেন। যাতে শিক্ষার গুণগত মান অক্ষুন্ন থাকে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী তিনটি স্মরক গ্ৰন্থ উন্মোচন করেন। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ ড০ দয়ানন্দ বরগোহাঁই স্বাগত ভাষণ দেন। সেবার অধ্যক্ষ ড০ আর সি জৈন, কাউন্সিল অফ বোৰ্ড অফ স্কুল এ্যডুকেশন ইন ইণ্ডিয়ার যুগ্ম সচিব এম সি শৰ্মা, প্ৰাথমিক এবং মাধ্যমিক বিভাগের কমিশনার সচিব প্ৰীতম শইকীয়া, কটন বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ড০ ভবেশ চন্দ্ৰ গোস্বামী, মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সমসের সিং, কাজিরঙা বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ড০ পি কে মিশ্ৰ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.