গুয়াহাটিঃ ইউনিসেফ ভারতের যুব অ্যাম্বাসেডার হলেন এশিয়ান গেমসয়ে সোনা জয়ী হিমা দাস। ইউনিসেফ-এর তরফ থেকে সোনার মেয়ে হিমাকে এই সম্মান দেওয়া হয়। যুব অ্যাম্বাসেডার হিসেবে তাঁর কাজ হবে শিশুদের অধিকার, শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্ৰয়োজনীয় সমস্ত কিছুর ওপর লক্ষ্য রাখা।
কোন মন্তব্য নেই