Header Ads

বিবেন্দ্র কেম্প্রাইর রহস্যজনক মৃত্যুর পুনরায় পুলিশকে তদন্ত করার নির্দেশ দিল আদালত

বিপ্লব দেবঃ হাফলং
সরকারি বাগানের বাসিন্দা বিবেন্দ্র কেম্প্রাইর রহস্যজনক মৃত্যুর পুনরায় তদন্তের নির্দেশ দিল আদালত। গত বছরের ২ সেপ্টেম্বর রাতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের গ্যারেজের সামনে স্কোটি সহ বিবেন্দ্র কেম্প্রাই ও তার বন্ধু অপনি কেম্প্রাইকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাফলং পুলিশ সিভিল হাসপাতালে পাঠালে চিকিৎসকরা বিবেন্দ্রর অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি পাঠিয়ে দিলে রাস্তায় বিবেন্দ্র কেম্প্রাইর মৃত্যু ঘটে।  ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় বিবেন্দ্রর মাথার পিছনে আঘাত লাগার দরুন তার মৃত্যু হয়। এদিকে বিবেন্দ্র কেম্প্রাইর মৃত্যুর পরদিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর বিবেন্দ্রর পরিবারের পক্ষ থেকে হাফলং থানায় এক খুনের মামলা দায়ের করা হয় বিবেন্দ্রর পিতা দিহন কেম্প্রাইর দাবি তার ছেলেকে ওই দিন পরিকল্পিত ভাবে খুন করা হয়। কিন্তু একবছর এই রহস্যজনক মৃত্যুর তদন্ত করে হাফলং থানার তদন্তকারী অফিসার দূর্ঘটনায় বিবেন্দ্র কেম্প্রাইর মৃত্যু হয়েছে বলে হাফলং সিজেএম কোর্টে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু বিবেন্দ্রর পরিবার তা কোন ভাবে মেনে নিতে পারে নি। এমনকি এমভিআই যে রিপোর্ট দিয়েছে বিবেন্দ্রকে গুরুতর জখম অবস্থায় যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে পরে থাকা বিবেন্দ্রর স্কোটিতে কোন ধরনের টেকনিক্যাল ত্রুটি পাওয়া যায়নি বা দূর্ঘটনার কোন চিহ্ন মেলেনি স্কোটিতে।আর হাফলং থানার তদন্তকারী অফিসারের চূড়ান্ত রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে গৌহাটি হাইকোর্টের আইনজীবি দেসরিংডাও থাওসেন হাফলং সিজেএম কোর্টে মুখ্য ন্যায় দণ্ডাধীশের কাছে লিখিত অভিযোগ করার পর হাফলং সিজেএম কোর্টের ফাস্টক্লাস ম্যাজিষ্ট্রেট বিবেন্দ্র কেম্প্রাইর রহস্যজনক মৃত্যু নিয়ে যে হাফলং থানার তদন্তকারী অফিসার সিজেএম কোর্টে যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে তা খারিজ করে দিয়ে বিবেন্দ্র কেম্প্রাইর রহস্যজনক মৃত্যুর পুনরায় গুরুত্ব দিয়ে তদন্ত করার পাশাপাশি এই ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্তকারী অফিসার নিয়োগ করার জন্য হাফলং থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.