Header Ads

বিজেপি কোটিপতির দল এবং ধর্ম ও জাতপাতের নামে বিভাজন সৃষ্টি করছেঃ হরিশ রাওয়াত


বিপ্লব দেব, হাফলং
২০১৯ লোকসভা নির্বাচনে কেন্দ্রে পুনরায় কংগ্রেস ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন এআইসিসির সাধারন সম্পাদক হরিশ রাওয়াত। শুক্রবার হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে ডিমা হাসাও জেলা কংগ্রেসে বর্ধিত কার্যনির্বাহী সভায় ভাষন প্রসঙ্গে হরিশ রাওয়াত বলেন বিজেপি কোটিপতির দল বিজেপি ধর্ম ও জাত পাতের নামে লড়াই ও বিভাজন আনার চেষ্টা করে দেশের ঐক্যতাকে দূর্বল করে দিতে চাইছে। তাই বিজেপিকে উৎখাত করতে আগামী লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়তে হবে। হরিশ রাওয়াত বলেন নরেন্দ্র মোদি যত বড়ই যাদুকর হোক না কেন ২০১৯ -য়ে কেন্দ্রে কোন অবস্থায় বিজেপির সরকার হচ্ছে না বলে মন্তব্য করে এআইসিসির সাধারন সম্পাদক বলেন আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪ টি লোকসভা আসনে কংগ্রে আগামী পার্বত্য পরিষদ নির্বাচনে আবার কংগ্রেস দলই পরিষদে ক্ষমতায় ফিরবে। তিনি বলেন নরেন্দ্র মোদি হচ্ছেন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আচ্ছে দিনের ফুলঝুড়ি ফোটালে আচ্ছে দিনের নমুনা দেশবাসী দেখে নিয়েছেন। প্রেট্রোল ডিজেল রন্ধন গ্যাসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে এর যোগ্য জবাব দিবে দেশবাসী বলে মন্তব্য করে হরিশ রাওয়াত বলেন কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল তাই কংগ্রেস ছাড়া দেশ চলবে না তা এখন সবাই বুঝতে পাড়ছে তাই কংগ্রেসের জনতা রয়েছে বলে দাবী করে এআইসিসির সাধারন সম্পাদক হরিশ রাওয়াত দেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলীয় নেতা কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। এদিন হরিশ রাওয়াত ডিমা হাসাও জেলার প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে বলে অসমের পাহাড়ি জেলাতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এক পরিবারের মত বসবাস করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.