Header Ads

প্ৰধানমন্ত্ৰীর আবাস যোজনা-র হেল্প লাইনের সূচনা

দুদিনের মধ্যেই হিতাধিকারীদের সমস্যা সমাধান হবে, আশ্বাস মন্ত্ৰী নব কুমার দলের 

অমল গুপ্ত
গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰীর আবাস যোজনায় গ্ৰামীন হিতাধিকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য হিতাধিকারীরা সরাসরি বিনামূল্যে ফোনযোগে তাদের সমস্যার কথা তুলে ধরে তা নথিভুক্ত করলে মাত্ৰ দুই দিনের মধ্যেই তাদের সেই সমস্যা সমধানের চেষ্টা করা হবে। আজ জুরিপার পাঞ্জাবাড়ী পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়নের বিভাগের কমিশনারের কাৰ্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন মন্ত্ৰী নব কুমার দলে হিতাধিকারীদের জন্য বিনামূল্যে হেল্প লাইনের সূচনা করে এই সুযোগ দানের কথা জানান। বিনামূল্যে হেল্প লাইনের নম্বর হচ্ছে– ১৮০০-১২৩-২৩৫৬০০, এছাড়াও ৯১২৭৮-৭১২০১ নম্বরে এস এম এস এবং হোয়াটসআপ করে হিতাধিকারীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। মন্ত্ৰী নব কুমার দলে জানান, গত ১১ আগষ্ট নব নিৰ্মিত পি এম এ ওয়াই জি গৃহে তার বিভাগের সব অফিসার কৰ্মচারী, জনপ্ৰতিনিধি এবং হিতাধিকারীদের সঙ্গে কথাবাৰ্তা বলে পি এম এ ওয়াই জি-র বিভিন্ন সমস্যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। রাজমিস্ত্ৰিদের অভাব দূর করার জন্য তাদের প্ৰশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মিশনমোড নামে এই প্ৰশিক্ষণের মাধ্যমে  পি এম এ ওয়াই জি-র ঘর সমূহ অল্পদিনের মধ্যে নিৰ্মাণ সম্ভব হবে। হিতাধিকারীরা উপকৃত হবে। পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন মন্ত্ৰী  পি এম এ ওয়াই জি-র ঘরগুলি নিৰ্দিষ্ট গুণমান সম্পন্ন করে তা যতসত্ত্বর হিতাধিকারীদের হাতে হস্তান্তর করার উপর আহবান জানান। তাছাড়াও ক'ল সেণ্টারের জন্য নিয়োগ করা প্ৰাৰ্থীরা যাতে হিতাধিকারীদের সমস্যাগুলো সঠিকভাবে নথিভুক্ত করে সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষকে জানায় তার নিৰ্দেশ দেন।  আজকের এই অনুষ্ঠানে বিভাগের প্ৰধান সচিব ড০ জে বি এক্কাই  অভিমত পোষণ করে বলেন, বিনামূল্যে হেল্প লাইন চালু করার ফলে হিতাধিকারীরা উপকৃত হবেন, তাদের সমস্যার কথা জানতে পারবে। বিভাগীয় মন্ত্ৰীর তৎপরতায় টোল ফ্ৰি নম্বর চালু হল বলে বিভাগীয় কমিশনার ড০ পি অশোক বাবু কৃতজ্ঞতা প্ৰকাশ করে বলেন, টোল ফ্ৰি নম্বরের মাধ্যমে যাদের নাম নথিভুক্ত  হবে তাদের ঘরগুলি যতসত্ত্বর নিৰ্মাণের ব্যবস্থা করা হবে। কাউকে সমস্যায় মধ্যে পড়তে হবে না।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.