Header Ads

মিজলস রুবেলা কাউকে নপুংসক করে না, মুসলিম সমাজে সচেতনতা বাড়াতে নিজেই এই টিকা নেন ড০ ইলিয়াস


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মিজলস রুবেলা কাউকে নপুংসক করে না। গোটা দেশে শিশুদের এই দুটো মারণ রোগ থেকে বাঁচাতে মিজলস রুবেলার টিকা কৰ্মসূচী চলছে। প্ৰত্যাশিতভাবে সাড়াও মিলেছে। ব্যতিক্ৰম শুধু অসমের কিছু মুসলিম অধ্যুসিত এলাকায়। মুসলিম ঘনবসতি এলাকায় হাওয়ার গতি ছড়িয়েছে নিৰ্বোধ প্ৰচার-এই টিকা শিশুদের প্ৰজনন ক্ষমতা কেড়ে নেয়। যার জেরে মুসলিম অধ্যুষিত একাংশ এলাকায় মিজলস রুবেলা টিকাকরণ বৃত্তের বাইরে থেকে যাচ্ছে অজস্ৰ ছেলেমেয়ে। অথচ এই দুটো রোগের প্ৰতিষেধক না নিলে শরীরে বাসা বাঁধতে পারে প্ৰাণঘাতী রোগ। ধৰ্মীয় গোড়ামীর ভয়ঙ্করতম প্ৰচার সেই মৰ্মান্তিক সম্ভাবনার পথই তৈরি করে দিচ্ছে। তবে ভরসার কথা হল, অপপ্ৰচার ঠেকিয়ে মুসলিম শিশু থেকে কিশোর-কিশোরীদের মিজলস রুবেলার হাত থেকে বাঁচাতে  ক্লান্তিহীনভাবে লড়ে যাচ্ছেন ড০ ইলিয়াস আলি। মুসলিম সমাজে জনবিস্ফোরণের কুফল বোঝাতে যিনি ক্লান্তিহীন লড়াই চালিয়ে যাচ্ছেন সেই ড০ ইলিয়াস মিজলস রুবেলার প্ৰয়োজনীয়তা বুঝিয়ে সব দুরভিসন্ধি মিটিয়ে দিতে নিরলস। এমনকী এই প্ৰতিষেধক কতটা জরুরী তা বুঝিয়ে দিতে গুয়াহাটির অদূরে গাড়িগাঁও মাদ্ৰাসায় গিয়ে তিনি নিজেই এই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার মতো বয়স তাঁর নেই। কিন্তু এটা যে কোনও দিক দিয়েই একবিন্দুও ক্ষতিকর নয়, এমনকী তা কাউকে নপুংসকও বানিয়ে ফেলে না শুধু এই সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই মাদ্ৰাসায় বসেই টিকা নেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.