Header Ads

শৈলশহর হাফলঙের চারটি সেরা পূজা কমিটিকে পুরুস্কৃত করল জেলাপ্রশাসন


বিপ্লব দেবঃ হাফলং
শারদ সন্মান ২০১৮ ঘোষনা করল ডিমা হাসাও জেলা প্রশাসন। বুধবার পাহাড়ি জেলার শৈলশহর হাফলঙের চারটি সেরা পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া। জেলাশাসক কনফারেন্স হলে বুধবার দুপুর ১টা নাগাদ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শহরের চারটি সেরা পূজা কমিটিকে পুরস্কৃত করা হয় জেলাপ্রশাসনের পক্ষ থেকে। ডিমা হাসাও জেলাপ্রশাসনের সারদ সন্মান ২০১৮ -য় প্যান্ডাল প্রতিমা স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা প্রতিটি বিভাগে প্রথম স্থান দখল করে হাফলং শহরের মা শক্তি সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও হাফলং রাম কৃষ্ণ সেবা সমিতি। দ্বিতীয় হয় হাফলং গাদাইংরাজি সার্বজনীন দুর্গা পূজা কমিটি এবং তৃতীয় স্থান পায় ডিমা হাসাও জেলা পুলিশ পূজা কমিটি। বুধবার জেলাশাসক কনফারেন্স হলে শহরের চারটি সেরা পূজা কমিটি গুলির কর্মকর্তাদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া সহ অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং ও বিক্রম দেব শর্মা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলীর সদস্য ইএসসি হেমাঙ্গ নবিস হাফলং টাউন কমিটির ইঞ্জিনিয়ার হিমাদ্রী দেব ও হাফলং থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নীরজ আলম চৌধুরী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.