Header Ads

মেঘালয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলং- মেঘালয়ার রি-ভোই জেলার উমস্নিঙে বৃহস্পতিবার সাতসকালে একটি পথ দুৰ্ঘটনায় মৃত্যু হয় একজনের। দুৰ্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুৰ্ঘটনাটি ঘটে। MLO5 R 7736 নম্বরের একটি বলেরো এবং AS 01 FC 2018 নম্বরের একটি তেলের টেংকারের মুখোমুখি সংঘর্ষে বলেরোর ভেতর থাকা এক যাত্ৰীর মৃত্যু হয়। নিহত ওই যাত্ৰীর নাম জানা যায়নি। তেলের টেংকারটি শিলং অভিমুখে আসছিল। তবে ১০৮ অ্যাম্বুলেন্স সাৰ্ভিসের সূত্ৰ মতে আহত ব্যক্তির নাম রাজা গুরুং (৪০) বলে জানা গিয়েছে। 

No comments

Powered by Blogger.