Header Ads

একতরফা প্রার্থী ঘোষণা ইউডিপি-র



 ছবি, সৌঃ শিলং টুডে
ননীগোপাল ঘোষ, শিলং- মেঘালয়ার শাসক জোটের দ্বিতীয় বড় শরিক ইউডিপি (ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি) একতরফাভাবে শিলং লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল। গত সোমবারই শাসকজোটের সব শরিক মিলে লোকসভার প্রার্থীী তালিকা ঠিক করতে বসেছিল। কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পরও বৈঠক থেকে কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। কোন দলের থেকে প্রার্থী দেওয়া হবে তাই ঠিক করতে পারেনি সব শরিক মিলে। আচমকাই ইউডিপি শিলং লোকসভা কেন্দ্রের জন্য প্রাক্তন বিধায়ক জেমিনো মাউথোর নাম ঘোষণা করা হয় গত বুধবার। উঠে আসে দলের কার্যবাহী সভাপতি প্রাক্তন ফাযারব্রান্ড ছাত্রনেতা পল লিংডোর নামও। কিন্তু শেষমেষ শিঁকে ছেড়ে জেমিনো মাউথোর নামে। পল লিংডো গত লোকসভা নির্বাচনে লড়াই করে হেরে ছিলেন। একতরফা এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক মহলের মতে অনেকটাই প্রকট হল শাসকজোট মেঘালয়া ডেমোক্র্যাটিক এলায়েন্সের (এমডিএ) শরিকী বিবাদ। তবে শাসকজোটের নানা দলের নেতারা এই মতভেদ মানতে রাজি নন। শাসকজোটের এক শরিক বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী এএল হেক আবার বিজেপি প্রার্থী দেওয়ার পক্ষে। তুরা ও শিলং দুই লোকসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থী দেওয়ার কথা বলেছেন এএল হেক। তবে এই সংগে এও জানিয়েছেন সবই ঠিক করবে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব।
তুরাতে বিজেপি প্রার্থী না দিলেও শিলং কেন্দ্রে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি-র। এর ফলে শাসকজোটের শরিকদের মধ্যেই হতে পারে লড়াই। এমনটা হলে কংগ্রেস বিরোধী জোট ভাঙার সম্ভবনা প্রবল। শহর শিলঙে বিজেপি-র বেশ শক্তিশালী ভোট ব্যাংকও রযেছে। মেঘালয়া ডেমোক্র্যাটিক এলায়েন্সের আরেক শরিক, যাদের রযেছে ৪ বিধায়ক, সেই পিডিএফ-ও নিজেদের প্রার্থীর নাম তুলে ধরতে পারে জোটের কাছে বলে সূত্রের খবর। শাসকজোটের তরফে একজোট হয়ে একজন প্রার্থীর নাম ঘোষণা আপাতত বিশ বাঁও জলে। বর্তমানে কংগ্রেসের ভিনসেন্ট পালার দখলে রয়েছে শিলং লোকসভা আসনটি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.