Header Ads

দ্বিতীয় পর্যায়ে বুধবার থেকে ডিমা হাসাও জেলার ৮২৭ টি স্কুলে শুরু হল গুণোৎসব


বিপ্লব দেব হাফলং- রাজ্যের অনান্য অংশের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে বুধবার থেকে গুণোৎসব শুরু হয়েছে ডিমা হাসাও জেলার পাঁচটি শিক্ষা ব্লকে। দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবে নিম্ন প্রাথমিক বিদ্যালয় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে হাইস্কুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গুণোৎসবের জন্য এক্সটারনাল ইভালিউটর হিসেবে রাজ্যের চার শীর্ষ আমলা নারা সিং সাম্ভাজি (আইএএস) এস আহমেদ (আইএফএস) বঙ্কিম শর্মা (আইএফএস) ডঃ সত্যেন্দ্র সিং ইতিমধ্যে পাহাড়ি জেলাতে এসে উপস্থিত হয়েছেন। গুণোৎসবের জন্য পাহাড়ি জেলাতে মোট ৩২০ জন এক্সটারনাল ইভালিউটর নিয়োগ করা হয়েছে। ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকার স্কুলে এই এক্সটারনাল ইভালিউটর উপস্থিত হয়ে স্কুল গুলির গুনগত মান যাচাই করবেন। ডিমা হাসাও জেলার মোট পাঁচটি শিক্ষা ব্লক হারাঙ্গাজাও মাহুর মাইবাং দিয়ুংব্রা নিউসাংবার ব্লকের মোট ৮২৭টি বিদ্যালয়কে নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব চলবে ৩ নভেম্বর শনিবার পর্যন্ত। ডিমা হাসাও জেলার ৮২৭ টি বিদ্যালয়ের মধ্যে নিম্নপ্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৪৯ উচ্চপ্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩৫ ও হাইস্কুলের সংখ্যা ৪৩ টি। গুণোৎসবের জন্য নোডাল টিচার সহ লিয়াসন অফিসারদের ব্লক ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে তৈরী করার পাশাপাশি মূল্যায়নকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে তৈরি করা হয়েছে। ডিমা হাসাও জেলার শিক্ষা দফতর ও পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা শিক্ষক ছাত্রছাত্রী অবিভাবক সহ গুণোৎসবের কাজে জড়িত অফিসারদের দ্বিতীয় পর্যায়ে গুণোৎসব সফল করে তুলতে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.