Header Ads

হিন্দুরা এক না হলে অসম ইসলামিক রাজ্যে পরিণত হবে, মন্তব্য রাজেন গোঁহাইয়ের


নয়া ঠাহর প্ৰতিবেদন, তিনসুকিয়াঃ অসমের বেশির ভাগ জেলা ইসলামিক জেলায় পরিণত হতে চলেছে। এখনই এই সমস্যার সমাধান না করতে পারলে ভবিষ্যতে অসম ইসলামিক রাজ্যে পরিণত হবে। এই মন্তব্য কেন্দ্ৰীয় রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাইয়ের। মঙ্গলবার তিনসুকিয়ায় অনুষ্ঠিত রেলের এক প্ৰকল্পের শিলান্যাস অনুষ্ঠানের ফাঁকে এই মন্তব্য করেন তিনি। শিলান্যাস অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ প্ৰসঙ্গে তিনি বলেন, এই অস্তিত্ব সংকটের মুহূৰ্তে ভূমিপুত্ৰ সহ বাঙালি, চা জনগোষ্ঠী এমনকি বোড়ো-রাভাদেরও একযোগে হাতে হাত মিলিয়ে চলা উচিত। তিনি আরও বলেন, ভাষাই শুধু একমাত্ৰ নয়, এই সংকটের মুহূৰ্তে ধৰ্মকেও যেন উপেক্ষা না করা হয়। একত্ৰিত হিন্দুদের ছাড়া আমরা মুসলিমদের আগ্ৰাসন থেকে রেহাই পাবো না। আমরা যদি এই নাগরিকতচ্ব সংশোধনী বিলটিকে বাস্তবে পরিণত করতে না পারি তবে অনেক বিধানসভা কেন্দ্ৰ মুসলিমদের হাতে চলে যাবে। আসন্ন ২০১৯এর লোকসভা ভোটকে কেন্দ্ৰ করে রেল প্ৰতিমন্ত্ৰী নগাঁও জেলার উদাহরণ টেনে বলেন, নগাঁও বিধানসভা কেন্দ্ৰটি শুধুমাত্ৰ অসমিয়া ভোটার দিয়ে জেতা সম্ভব নয়। আমাদের অন্যান্য হিন্দুদের ভোটও চাই। হোজাই, রহা, লামডিং এবং জাগিরোড কেন্দ্ৰেও একই কথা প্ৰযোজ্য। এনআরসি প্ৰসঙ্গে তিনি বলেন, এনআরসিতে ৪০ লক্ষের মধ্যে ২৯ লক্ষ হিন্দু বাদ পড়ে গেছে। এখন ষড়যন্ত্ৰ চলছে অসমিয়া-বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এভাবে মুসলিমদের প্ৰব্ৰজন ঘটতে থাকলে অসমকে ইসলামিক রাজ্যে পরিণত হতে আর বেশি দেরি নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.