Header Ads

এনআরসি ছুটদের বঙ্গ আশ্ৰয় দেবেঃ মমতা


নয়া ঠাহর প্ৰতিবেদন, কোচবিহারঃ অসমে বাঙালি বিরোধী স্থিতি গ্ৰহণ করেছে বিজেপি সরকার। রাজ্যে এনআরসি থেকে বাঙালিদের নাম বাদ পড়ায় ফের বিজেপি সরকারের সমালোচনায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। প্ৰতিবেশী রাজ্যের বাঙালিদের পাশে দাঁড়াতে মাস কয়েক আগে দলের প্ৰতিনিধিদেরও শিলচরে পাঠিয়েছিলেন তিনি। এবার ফের এনআরসি আতঙ্কে অসমের বাঙালিদের আত্মহত্যার ঘটনার কথা উল্লেখ করে গৰ্জে উঠলেন তিনি। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে একটি জনসভা ছিল। সেখানে এর প্ৰতিবাদ জানান তিনি। বলেন, গুজরাটে বিহারী খেদাও চলছে, আর বিজেপি শাসিত অসমে চলছে বাঙালি খেদাও। প্ৰতিটি মানুষেরই আত্মমৰ্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে। বাংলা তাঁদের এই অধিকার দেবে। আর কেউ না দিক, বাংলা তাঁদের আশ্ৰয় দেবে।’ এদিন রাসমেলা ময়দানের সভামঞ্চ থেকে কেন্দ্ৰ সরকারকে তোপ দেগে তিনি বলেন, ‘যাঁরা হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করেন তাঁরা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে বড় বড় কথা বলছেন। এই প্ৰকল্পের জন্য কেন্দ্ৰের কাছে পৰ্যাপ্ত পরিমাণে বাজেট নেই। এই প্ৰকল্পে এখনও পৰ্যন্ত বাজেট মাত্ৰ ১০০ কোটি টাকা, যার সবটাই বিজ্ঞাপনে খরচ হয়েছে।’ এদিন সভামঞ্চ থেকে কোচবিহার জেলার বিভিন্ন উন্নয়ণমূলক প্ৰকল্পের কথা উল্লেখ করেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.