Header Ads

শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নীচে পড়ে মৃত এক ব্যক্তি


বিপ্লব দেব, হাফলং- শিলচর- গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নীচে পড়ে মৃত্যু হল শিলচর শহরের সুব্রত পাল (৫৭) নামের এক ব্যাক্তির। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ  নিউহাফলং স্টেশনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল ৭ টার শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে করে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হন শিলচর শহরের ১১ নম্বর ওয়ার্ড তথা হাসপাতাল রোডের বাসিন্দা সুব্রত পাল। ট্রেনটি শিলচর থেকে নিউহাফলং স্টেশনে এসে দাঁড়ানোর পর তিনি খাবার নেওয়ার জন্য স্টেশনে নামেন। খাওয়ার নিতে নিতেই ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নীচে পড়ে তাঁর মৃত্যু হয়। কোমরের নীচের অংশ চলন্ত ট্রেনের নীচে চলে গেলে তিনি চলন্ত ট্রেনের সঙ্গে প্রায় ২০ মিটার পর্যন্ত ছেচড়ে যান। ফলে তাঁর কোমরের নিম্নাংশের হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে স্টেশনে থাকা অন্য যাত্রী ও রেল কর্মীরা ট্রেন থামিয়ে গুরুতর জখম অবস্থায় তাঁকে টেনে তুলে প্ল্যাটফর্মে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর জিআরপি তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।

No comments

Powered by Blogger.