Header Ads

৩ নভেম্বর থেকে উমরাংশুতে শুরু হচ্ছে ফ্যালকন উৎসব


বিপ্লব দেবঃ হাফলং
ডিমা হাসাও জেলার শিল্প নগরী হিসেবে পরিচিত উমরাংশুতে আগামী ৩ নভেম্বর থেকে ফ্যালকন উৎসব শুরু হচ্ছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে আয়োজিত এই ফ্যালকন উৎসব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই উৎসবে প্রচুর পর্যটকদের আগমন ঘটে উমরাংশুতে। কারন আমুর ফ্যালকন পাখির জন্য বিখ্যাত হয়ে উঠেছে উমরাংশু। প্রতিবছর অক্টৌবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রচুর আমুর ফ্যালকন পাখি আসে উমরাংশুতে। সুদূর সাইবেরিয়া ও আফ্রিকা থেকে উমরাংশুতে আমুর ফ্যালকন পাখি আসতে থাকে। অক্টোবর শেষ এখন পাহাড়ি জেলাতে কনকনে ঠান্ডা তারমধ্যে উমরাংশুতে আসতে শুরু করেছে আমুর ফ্যালকন আর তা দেখতে উমরাংশুতে পর্যটকরা ভিড় করছেন। এরই মধ্যে ৩ নভেম্বর থেকে দুদিন ব্যাপী নিউ তিংবুং গ্রামের পাশে গলফ কোর্স ও কপিলী হ্রদের পাশে অনুষ্ঠিত হবে ফ্যালকন উৎসব। তাই শিল্প নগরী উমরাংশুতে চলছে ফ্যালকন উৎসব নিয়ে চূড়ান্ত প্রস্তুতি। পর্যটকদের জন্য সাঁজিয়ে তোলা হচ্ছে গলফ কোর্স ও পানিমর জলপ্রপাত। উমরাংশু ইতিমধ্যে অসমের মধ্যে এক বৃহৎ পর্যটন কেন্দ্র স্থল হিসেবে স্থান করে নিয়েছে। এদিকে পাহাড়ে এখন শীতের আমেজ তারমধ্যে উৎসবের আমেজে রয়েছেন জেলাবাসী ৬ নভেম্বর কালীপূজো ও দীপাবলী তার আগে ৩ ও ৪ নভেম্বর ফ্যালকন উৎসব। তাছাড়া শীত উপভোগ করতে হাফলং আসছেন পর্যটকরা। শহরের হোটেল গুলিতে এখন পর্যটকদের ভিড়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.