Header Ads

শরৎ অধিবেশনের দ্বিতীয় দিনও দিসপুর লাস্টগেটে প্ৰতিবাদে সরব হয় বাঙালি সংগঠন




গুয়াহাটিঃ অসম বিধানসভার শরৎ অধিবেশনের দ্বিতীয় দিনও উত্তাল হয় দিসপুর লাস্টগেট। বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশনের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধৰ্নায় বসেন। হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে প্ৰতিবাদ জানান একাধিক সদস্য। পরে প্ৰতিবাদ স্থলে গিয়ে যাদের এনআরসি তালিকায় নাম আসেনি তাঁদেরও কোন চিন্তা করার কারণ নেই, আশ্বাস দেন বিজেপি সভাপতি রঞ্জিত দাস, বিধায়ক শিলাদিত্য দেব, লামডিং বিধায়ক শিবু মিশ্ৰ প্ৰমুখ। ফেডারেশনের উপদেষ্টা চিত্ত পাল জানান- ‘আমরা অসমের  স্থানীয় মানুষ, সাধারণ ভাষায় যাদের খিলঞ্জিয়া বলা হয়। এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা বাঙালিদের সাংঘাতিক হয়রানিতে ফেলেছেন। আমরা সাংবিধানিক বেঞ্চে গিয়ে এর বিচার চাইবো’। এদিনের ধৰ্নায় বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি দীপক দে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.