Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রচার অভিযান শুরু

বিপ্লব দেবঃ হাফলং 
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিমা হাসাও জেলা কংগ্রেস পাহাড়ি জেলার মহকুমা সদর মাইবাং থেকে নির্বাচনের প্রচার অভিযান শুরু করল। সোমবার মাইবাং দূর্গাবাড়িতে দলের শক্তি প্রদর্শন করে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আসন্ন পরিষদ নির্বাচনে ও আগামী লোকসভা নির্বাচনে পাহাড়ে কংগ্রেস দলের জয় নিশ্চিত কারন বিজেপি-র প্রতি মানুষের মহ ভঙ্গ ঘটেছে। ২০১৪ সালে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী সভায় দেওয়া প্রতিশ্রুতি পালনে বিজেপি দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যার দরুন পুরো রাজ্য সহ পাহাড়ের আমজনতা বিজেপি দলের মিথ্যাচারের যোগ্য জবাব দেবে আসন্ন পার্বত্য পরিষদ নির্বাচন সহ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বলে মন্তব্য করেন নির্মল লাংথাসা। ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মলবাবু আশাবাদী আসন্ন স্বশাসিত পরিষদ নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দল পাহাড়ে ভালো ফলাফল করতে সক্ষম হবে তাই সোমবারের সভায় নির্মল লাংথাসা কংগ্রেস দলের সর্বস্তরের কর্মীদের একজোট হয়ে নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আগামী নভেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ লক্ষ্যেই কংগ্রেস ও অসম গন পরিষদ ন্যাশনাল পিপোলস পার্টি এনপিপি সমরজিৎ হাফলংবারের নেতৃত্বে পার্বত্য জেলায় তাদের  নির্বাচনী প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তিনটি দলেরই লক্ষ্য যে কোনও অবস্থায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনে পরিষদ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা  তবে যেখানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে এই অবস্থায় পরিষদের আসন্ন নির্বাচনে পরিষদ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা এতটা সহজ হবেনা বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.