Header Ads

আধার কাৰ্ডকে সাংবিধানিকভাবে বৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট



নয়াদিল্লিঃ বুধবার আধার কাৰ্ডকে সাংবিধানিকভাবে বৈধ আখ্যা দিল দেশের সৰ্বোচ্চ আদালত। আধার নিয়ে কয়েকটি গুরুত্বপূৰ্ণ তথ্য তুলে ধরা হলঃ 

আধারে মৌলিক অধিকার অমান্য হবে না
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ অসাংবিধানিক
সিবিএসই, ইউজিসি, এনইইটি আধার কাৰ্ড দাবি করতে পারে না
স্কুলে ভৰ্তির জন্য আধার বাধ্যতামূলক নয়
কোনও বাণিজ্যিক প্ৰতিষ্ঠান আধারের তথ্য চাইতে পারবে না
কোনও মোবাইল কোম্পানি চাইতে পারবে না আধার কাৰ্ড
প্যানকাৰ্ড লিংকিং-এর জন্য বাধ্যতামূলক হবে আধার কাৰ্ড
অবৈধভাবে অনুপ্ৰবেশকারীকে দেওয়া হবে না আধার কাৰ্ড
বায়োমেট্ৰিক ডাটা প্ৰদানের জন্য আদালতের অনুমতি নিতে হবে
আয়কর দাখিলের জন্য আধার বাধ্যতামূলক
আধারের তথ্য সুরক্ষায় ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ আদালতের
নথিপত্ৰ ৬ মাস পৰ্যন্ত কার্যকর থাকবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.