Header Ads

উমরাংশু কয়লা খনিতে এক শ্রমিকের মৃত্যু


বিপ্লব দেবঃ হাফলং
ডিমা হাসাও জেলার উমরাংশুর তিনকিলো কয়লা খনিতে দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু ঘটে। হাফলং থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরবর্তী উমরাংশু কয়লা খনিতে কাজ করার সময় ক্রেনের শিকল ছিড়ে গুরুতর ভাবে জখম হয়ে মৃত্যু ঘটে ওই শ্রমিকের। দূর্ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিক হোজাইর জেলার লংঙ্কার নখুটির খ্রীং খ্রীং তৃতীয় খন্ড গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম ওরফে কালা।  জানাগেছে উমরাংশু তিনকিলো কয়লা খনিতে কর্মরত অবস্থায় কয়লার বাক্স তুলতে গিয়ে হঠাৎ দূর্ভাগ্যবশত ক্রেনের শিকল ছিড়ে যাওয়ায় গুরুতর জখম হয়ে মৃত্যু ঘটে আমিনুলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.