লামডিং-বদরপুর হিল সেকশনে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের ২০ টি বগী
বিপ্লব দেবঃ হাফলং
লামডিং-বদরপুর হিল সেকশনে লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী একটি ট্রেন। সোমবার বেলা প্রায় ১১.১৫ মিনিট নাগাদ ডিমা হাসাও জেলার অন্তর্গত দাওটুহাজা এবং ফাইডিঙের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নামরূপ থেকে সার নিয়ে ট্রেনটি বদরপুর যাওয়ার পথে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের দাওটুহাজা ও ফাইডিং-র মধ্যবর্তী স্থানে পন্যবাহী ট্রেনটির ২০ টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেলট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়েছে। যার দরুন পাহাড় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। শিলচর থেকে গুয়াহাটি উদ্দেশ্যে যাওয়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি নিউহাফলং স্টেশনে আটকা পড়ে। শিলচর-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস টি বদরপুর জংশনে নিয়ন্ত্রিত করা হয়। তবে শিয়ালদাহ থেকে আগরতলা অভিমুখি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি পন্যবাহী ট্রেন দূর্ঘটনার কবলে পড়ার আগেই ওই এলাকা পেড়িয়ে যায়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, ইতিমধ্যে লামডিং এবং বদরপুর থেকে উদ্ধারকারী ট্রেনে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেন সংশ্লিষ্ট আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং রেল কর্মচারীরা। এদিকে রেলসুত্রে জানাগিয়েছে আজ রাত বা কাল সকালের মধ্যে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।









কোন মন্তব্য নেই