প্ৰথম দিনেই এনআরসি নিয়ে উত্তাল অসম বিধানসভার অধিবেশন
গুয়াহাটিঃ অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্ৰথম দিনেই এনআরসি নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা ফ্লোর। পেট্ৰোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীরা প্ৰতিবাদ করেন। এনআরসি নিয়ে সংসদীয় মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারী আশ্বাস দিয়ে বলেন, একজনও প্ৰকৃত ভারতীয়ের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না। যতক্ষণ না পৰ্যন্ত চূড়ান্ত তালিকা প্ৰকাশ হচ্ছে তালিকায় নাম না ওঠা নাগরিকদেরও কোনওভাবে হেনাস্থা করা হবে না। এদিন বিধানসভার প্ৰধান ফটকের সামনে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন হোজাইয়ের বিধায়ক শিলাদিত্য দেব। তাতে লেখা ছিল ‘মাই লৰ্ড ডু নট ডিসক্ৰিমিনেট ইয়োর ওউন চিলড্ৰেন’। ফলত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলের দৃষ্টি ছিল তাঁর দিকে। এদিন বিধানসভায় অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। বিরোধী দল কংগ্ৰেসের নেতা দেবব্ৰত শইকিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন প্ৰাক্তন মন্ত্ৰী অজন্তা নেওগ। এআইইউডিএফ-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বসির আহমেদ কাশিমী। তাঁরা পেট্ৰোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অধিবেশন মুলতবির প্ৰস্তাব রাখেন।অধ্যক্ষ হিতেন গোস্বামী প্ৰথম দিকে বিরোধীদের প্ৰস্তাব মেনে না নিলেও পরে বাধ্য হয়ে ১০ মিনিটের জন্য অধিবেশন স্থগিত রাখতে হয়। ১০ মিনিট পর ফের অধিবেশন শুরু হলে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন ফ্লোরে প্ৰশ্নোত্তর পৰ্বের শুরুতেই বিধায়ক আমিনুল ইসলাম এনআরসি নিয়ে বক্তব্য রাখেন। বলেন- বিদেশী ইস্যুতে প্ৰতিনিয়ত বৰ্ডার পুলিশের কাছে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। এনআরসি সমস্যা নিয়ে বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ সরাসরি বলেন- এনআরসি ইস্যুতে বিভিন্নভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে।এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলার প্ৰস্তাবে একতরফাভাবে নাগরিকত্ব প্ৰমাণের জন্য ১৫টি নথির মধ্যে ৫টি নথিই বাদ দিয়ে দেওয়া হল। অতি সত্ত্বর তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, সুবোধ বিশ্বাসকে প্ৰরোচনামূলক ভাষণ দেওয়ার জন্য এতোদিন জেল খাটতে হল। তবে হাজেলার প্ৰস্তাবে নাগরিকত্ব প্ৰমাণের ৫টি নথি বাদ দেওয়ার ফলে বাঙালিদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়ে গেছে। তাঁর বিরুদ্ধে সরকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না প্ৰশ্ন তোলেন তিনি। এনআরসি প্ৰসঙ্গে সংসদীয় মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি জানান- সরকার এনআরসি কৰ্তৃপক্ষকে নিৰ্দেশ দিয়েছে যতক্ষণ না পৰ্যন্ত এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ হচ্ছে ততক্ষণ পৰ্যন্ত কাউকে যেন আর নতুন করে কোনও নোটিশ দেওয়া না হয়। তিনি আরও জানান, এনআরসি কৰ্তৃপক্ষ যে পাঁচটি নথি বাদ দিয়েছে, তা যাতে আবার গ্ৰহণযোগ্য হয় তার জন্য রাজ্য সরকার সুপ্ৰিম কোৰ্টকে একটি হলফনামা দাখিল করেছে। এদিন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল জানান, রাজ্যে মেয়েদের ওপর অত্যাচার রুখতে বিভিন্ন জেলায় টাস্ক ফোৰ্স গঠন করা হয়েছে। প্ৰতিটি জেলার এস পি এবং ডিসি কে এ ব্যপারে সতৰ্ক করে দেওয়া হয়েছে । এদিন অধিবেশনে আলফার মধ্যস্থতাকারী রেবতী ফুকনের খোঁজ এখনও পাওয়া গেল না , তা নিয়ে উদ্বেগ প্ৰকাশ করা হয়। এশিয়ান গেমস-এ সোনা জয়ী অ্যাথলিট অসম কন্যা হিমা দাস, চলচ্চিত্ৰ পরিচালক রিমা দাস, হৃদয় হাজরিকা এবং আদিল হুসেনের প্ৰশংসা করা হয়। এদিন বিজেপি বিধায়ক কৃপানাথ মাল্লা করিমগঞ্জের সন বিলকে পৰ্যটন স্থলের কেন্দ্ৰ বিন্দু হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেন। এ ব্যপারে রাজ্যের পৰ্যটন মন্ত্ৰী চন্দন ব্রহ্ম বলেন- বিষয়টি নিয়ে সক্ৰিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এদিন অধিবেশনে রঙিয়া ঘটনার তদন্ত কমিটির প্ৰতিবেদন পেশ করা হয়। ২০১০ সালে রঙিয়ায় অল বোড়ো মুসলিম স্টুডেন্টস ইউনিয়নকে কেন্দ্ৰ করে দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল কাজিয়া হয়। বেশ কয়েকজনের মৃত্যু হয়। অবসরপ্ৰাপ্ত বিচারপতি পি জি আগরওয়ালার নেতৃত্বে প্ৰতিবেদন পেশ করা হয়।









কোন মন্তব্য নেই