জুনিয়র মিস্টার অসমের খেতাব জয় ধুবড়ির অজয় চৌধুরীর
ধুবড়িঃ নাবা (NAABA)র উদ্যোগে কিছুদিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ২০১৮র
জুনিয়র মিস্টার অসমের খেতাব পেয়েছেন ধুবড়ির অজয় চৌধুরী। ১৭ জন প্ৰতিযোগীকে পেছনে
ঠেলে এই খেতাব অৰ্জন করেছেন ধুবড়ির এই যুবক। ধুবড়ির ৩ নং ওয়াৰ্ড বালুরচরের
বাসিন্দা অজয়। খুবই সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অজয় এখন আগামী ৬
অক্টোবর তামিলনাড়ুতে অনুষ্ঠেয় জুনিয়র মিস্টার ইন্ডিয়া প্ৰতিযোগীতাকে পাখির চোখ
করেছেন। প্ৰসঙ্গত, তাঁকে প্ৰশিক্ষণ দিচ্ছেন ধুবড়ির কলেজ নগরের বাসিন্দা বিদ্যুৎ
ভঁরালী। তাঁর শিষ্য সৰ্বভারতীয় পৰ্যায়ের খেতাব অৰ্জন করতে সক্ষম হবেন, আশাবাদী
তিনি। আশায় বুক বেধেছেন অজয়ের মা বাবা গীতা এবং অমর চৌধুরীও।










কোন মন্তব্য নেই