Header Ads

লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে মঙ্গলবার ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি


বিপ্লব দেবঃ হাফলং
পাহাড় লাইনে আজ দ্বিতীয় দিনে ও রেল চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শিলচর ও আগরতলা থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বুধবার পর্যন্ত বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল। সোমবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের দাওটুহাজা ও ফাইডিং স্টেশনের মধ্যবর্তী ৭৫/৯ কিলোমিটার এলাকায়  একটি পন্যবাহী ট্রেন দূর্ঘটনার কবলে পড়লে পাহাড় লাইনে গত দুদিন থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ ও পাহাড় লাইনে ট্রেন চলাচল সচল হয়ে উঠেনি। উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানাগিয়েছে বুধবার বিকেলের আগে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। সোমবার দূর্ঘটনার পরপরই বদরপুর ও লামডিং দুদিক থেকে উদ্ধারকারী ট্রেনে করে সংশ্লিষ্ট আধিকারিক ইঞ্জিনিয়ার এবং রেলকর্মীরা দূর্ঘটনা স্থলে উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে লাইনচ্যুত পন্যবাহী ট্রেনের ২০ টি বগি ও ট্রেনের পিছনের ইঞ্জিনের এক জোড়া হুইল তুলা সহ ক্ষতিগ্রস্থ রেলট্র্যাক সারাইয়ের কাজে হাত দিলে ও মঙ্গলবার বিকেল পর্যন্ত শুধু ৫০ শতাংশ কাজ সম্পূর্ন হয়েছে। তবে রেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রেলকর্মী রেলপথকে স্বাভাবিক করে তুলতে দিনরাত কাজ করে চলছেন বলে রেলসুত্রে জানাগিয়েছে। এদিকে পাহাড় লাইনে পন্যবাহী ট্রেন দূর্ঘটনার কবলে পড়ার ফলে মঙ্গল ও বুধবার পর্যন্ত যে গুলি ট্রেন বাতিল থাকবে সেগুলি হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর থেকে ত্রিবান্দ্রাম যাওয়ার ১২৫১৬ শিলচর- ত্রিবান্দ্রাম এক্সপ্রেস। এছাড়া বুধবার সকালে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাওয়া ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা বাতিল করা সহ রাতে গুয়াহাটি থেকে শিলচর আসা ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা বাতিল করা সহ রাতে গুয়াহাটি থেকে শিলচর আসা ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা ও বুধবার বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এছাড়া মঙ্গলবার শিয়ালদাহ থেকে শিলচর অভিমুখে যাওয়া ১৩১৭১ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে লামডিং স্টেশনে নিয়ন্ত্রন করে শিলচর পর্যন্ত আংশিক যাত্রা বাতিল করা হয়। বুধবার শিলচরের পরীবর্তে ১৩১৭৬ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন লামডিং থেকে শিয়ালদাহের উদ্দেশ্যে যাত্রা করবে। তাছাড়া  ২৩ সেপ্টেম্বর ত্রিবান্দ্রম ১২৫১৫ ত্রিবান্দ্রাম-শিলচর এক্সপ্রেস ট্রেনকে লামডিং স্টেশনে নিয়ন্ত্রন করে লামডিং-শিলচরের মধ্যে যাত্রা বাতিল করা হয়। অন্যদিকে সোমবার দেওঘর থেকে ছেড়ে আসা দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনটিকে মঙ্গলবার লামডিং স্টেশনে নিয়ন্ত্রন করে লামডিং-আগরতলার মধ্যে যাত্রা বাতিল করা হয়। তবে ১২৫২৫ দেওঘর এক্সপ্রেস ট্রেনের খালি রেক গুলি রেললাইন মেরামতির পর আগরতলা নিয়ে যাওয়া হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর সোমবার নামরূপ থেকে শালচাপরা যাওয়া সার বোঝাই পন্যবাহী ট্রেনের ২০ টি দাওটুহাজা ও ফাইডিং স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হওয়ার ফলে রেলট্র্যাকের বিস্তর ক্ষতিসাধন হয় অনেক স্থানে রেলট্র্যাক টুকরো টুকরো হয়ে যায়। যার দরুন আজ দ্বিতীয় দিনে পাহাড় ট্রেন চলাচল অচল ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.