Header Ads

পুজোর মাসে আকাশ সমান মূল্যবৃদ্ধি, শ্ৰমজীবি গরিব মানুষের নাভিশ্বাস উঠছে, সরকার নিরব দৰ্শক


গুয়াহাটিঃ আসন্ন শারদ উৎসবের আগে বাজারে আগুন লেগেছে। নিত্য প্ৰয়োজনীয় ভোগ্য সামগ্ৰী থেকে শুরু করে অন্যান্য প্ৰত্যেকটি সামগ্ৰীর দাম বেড়েই চলেছে। আন্তৰ্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে রাজ্যেও সমান তালে পেট্ৰোল-ডিজেলর দাম বেড়েই চলেছে। তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য সামগ্ৰীর দামও বেড়েই চলেছে। পুজোর মাস থাকে যান বাহনের ভাড়া বাড়বে, রাজ্যের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি স্বয়ং যান বাহনের মূল্য বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। বাসের নূ্যনতম ভাড়া হবে ৭.৫০ টাকা, ট্ৰ্যাকারের নূ্যনতম ভাড়া হবে ১৫ টাকা। এই হার বৃদ্ধির ফলে আম জনতা, শ্ৰমজীবি গরিব মানুষ দুৰ্দশার মধ্যে পড়বেন। গুয়াহাটি মহানগর সহ রাজ্যে কাঁচা শাক-সব্জী, মাছ, মাংস, ডিমের ওপর কোনও নিয়ন্ত্ৰণ নেই সরকারের। খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়ন্ত্ৰণ না থাকার জন্য রাজ্যে ৩০-৩৫ কেজি দরে আলু বিক্ৰি হচ্ছে। ফরমালিন বিষযুক্ত মাছ যথারীতি বাজারে বিক্ৰি হচ্ছে। ইউরিয়া মিশ্ৰিত জলে লালন-পালন করা বিষাক্ত মাছও বাজারে সমানভাবে চলছে। বিষাক্ত হরমোন ইনজেকশন দেওয়া পাঁঠা, খাঁসির মাংস বাজার আলো করে আছে। ভূক্তভোগীদের অভিযোগ সরকার গুরুত্ব দেয়না। রাজ্যে যথারীতি লোডশেডিং চলছে। গ্ৰাম অসমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্ৰতিশ্ৰুতি রক্ষা করতে পারছে না সরকার। এই অবস্থার মধ্যে অসমকে কৰ্ণাটক পঞ্জাবের মতো কেরোসিন মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করার চিন্তা চৰ্চা চলছে। বিদ্যুৎ নেই, এল পি জি নেই, কেরোসিন তেল নেই, এই রকমই এক অন্ধকার রাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস দাবি করেছেন, তেলের মূল্য বৃদ্ধি হলেও অন্যান্য সামগ্ৰীর দাম বাড়ে নি। তিনি হয়তো থলি হাতে বাজারে যান না বলে ভুক্তভোগীদের অভিযোগ। তেলের দাম প্ৰতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।গতকাল রাজ্যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটিতে প্ৰতিলিটার পেট্ৰোলর দাম ৮৫.৮৮ টাকা। ১৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। প্ৰতিলিটার ডিজেলের দাম ৭৮.০৫ টাকা, বৃদ্ধি পেয়েছে ২৯ পয়সা। অন্যদিকে শিলচরে প্ৰতিলিটার পেট্ৰোলের দাম ৮৫.৯৪ পয়সা, এবং প্ৰতিলিটার ডিজেলের দাম ৭৮.০৮ পয়সা। গতকাল গোলাঘাটে প্ৰতিলিটার পেট্ৰোলের দাম ৮৫.৯৮ টাকা, এবং ডিজেলের দাম ৭৮.১৪ টাকা। কোকরাঝাড়ে প্ৰতিলিটার পেট্ৰোলের দাম ৮৫.৯৯ এবং ডিজেলের দাম ৭৭.১৫ টাকা। লখিমপুর প্ৰতিলিটার ৮৭.৩৭ টাকা এবং ডিজেলের ৭৯.৪০ টাকা এবং ঢকুয়াখানায় প্ৰতিলিটার পেট্ৰোলের দাম ৮৯.১৭ টাকা এবং ডিজেলের দাম ৮০.৮৬ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.