Header Ads

‘একা এবং কয়েকজন’-এর কবিতা সংখ্যা প্ৰকাশ


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মহানগরের মাছখোয়া আইটিএ সেমিনার হলে শনিবার এই অঞ্চলের বিশিষ্ট  পত্ৰিকা ‘একা এবং কয়েকজন’-এর কবিতা সংখ্যা প্ৰকাশ করলেন বিশিষ্ট কবি সমীর তাঁতী। পত্ৰিকাটির ৩৯ বছরের পথ চলা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আপ্লুত সমীর তাঁতী পত্ৰিকাটি সম্মুখ সমরে আরও এগিয়ে চলুক এই শুভকামনা ব্যক্ত করেন। তার আগে এদিনের অনুষ্ঠানে পত্ৰিকার দীৰ্ঘ ৩৯ বছরের পথ চলায় কত ঘাত প্ৰতিঘাত পেরিয়ে আজকের জায়গায় এসে পৌঁছনো গিয়েছে সেকথা খানিকটা তুলে ধরেন এবং সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন পত্ৰিকার প্ৰতিষ্ঠাতা সম্পাদক উদয়ন বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা উষারঞ্জন ভট্টাচাৰ্য। অনুজরা পত্ৰিকাটিকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে আশা প্ৰকাশ করেন তিনি। এদিন কবি রেনুকা বিশ্বাসের ‘ফেরারি ঘুড়ি’ শীৰ্ষক একটি কবিতার বইও উন্মোচন হয়। বইটি উন্মোচন করেন ত্ৰিপুরার বিশিষ্ট কবি শঙ্খ শুভ্ৰ দেববৰ্মন। বইটি উন্মোচন করে তিনি বলেন, কবিতার সঙ্গে বয়সের কোনও সম্পৰ্ক থাকে না। উত্তরপূৰ্বের বাংলা সাহিত্যে ভবিষ্যতেও রেনুকা বিশ্বাসের অবদান থাকবে বলে আশা প্ৰকাশ করে তাঁর দীৰ্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করেন তিনি। কবি সঞ্জয় চক্ৰবৰ্তী বইটির ভূমিকা লিখে দিয়ে বইটির মান বাড়িয়েছেন। উদয়ন বিশ্বাস সাজিয়ে গুছিয়ে বইটি প্ৰকাশ করেছেন তার জন্য এই দুজনকে এদিন ধন্যবাদ জানিয়েছেন কবি রেনুকা বিশ্বাস। এদিনের অনু্ষ্ঠানে কবিতা পাঠ এবং বেশ কয়েকটি গান পরিবেশন করেন এই অঞ্চলের কবি এবং শিল্পীরা। কবি সঞ্জয় চক্ৰবৰ্তী, দীপিকা বিশ্বাস, দেবলীনা সেনগুপ্ত, বিপুল বোড়ো, কমলিকা মজুমদার কবিতা পাঠ করেন। কবি মুনীন্দ্ৰ মহন্তের স্বরচিত কবিতার বঙ্গানুবাদ পাঠ করেন উৰ্মিলা দাসগুপ্ত চৌধুরি। গানে গানে এদিনের অনুষ্ঠানকে অন্যমাত্ৰায় পৌঁছে নিয়ে যান রবীন্দ্ৰ সংগীত শিল্পী সুপৰ্ণা নায়ার, অলকানন্দা চক্ৰবৰ্তী। অনুষ্ঠানের শেষপাতে ছিল সংগীত শিল্পী টুকটুক ভট্টাচাৰ্যের গান । তাঁর গান দিয়েই এদিনের অনুষ্ঠান শেষ হয়।এদিনের গোটা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন উৰ্মিলা দাসগুপ্ত চৌধুরি এবং বাচিক শিল্পী গৌতম ভট্টাচাৰ্য ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.