Header Ads

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালিত



 নয়া ঠাহর প্ৰতিবেদন,গুয়াহাটিঃ  সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ফানীধর দত্ত প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কর্নেল  রবিন দাস। ভারতীয় সেনার গৌরবময় ইতিহাস, তাঁদের জীবন শৌর্যের কথা তথা সেনা দ্বারা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বিশদ ভাবে তুলে ধরেন তিনি। নবীন প্রাজন্মকে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্ক সচেতন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়উল্লেখ্য, গৌহাটি বিশ্ববিদ্যালযে এই প্রথম সার্জিকেল স্ট্রাইক দিবস পালিত হল। ওদিকে এর সাথে সঙ্গতি রেখে এনএসএস একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অধীনে বহু ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে।দুবছর আগে ভারতীয় সেনা পাকিস্তানে সন্ত্ৰাসবাদীদের বিরুদ্ধে সর্জিকেল স্ট্রাইক করেছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.