চালু হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্ৰকল্প
নয়া ঠাহর প্ৰতিবেদনঃ চালু হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্ৰকল্প। ঘোষণা হয়েছিল ১৫ আগস্টের দিন। রবিবার রাঁচিতে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।এই প্ৰকল্পের আওতায় বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবে প্ৰায় সাড়ে দশ কোটি পরিবার। উপকৃত হবেন গরীব ও নিম্নবিত্তরা। এদিন গুয়াহাটির খানাপাড়ায়ও আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে প্ৰধানমন্ত্ৰী জন আরোগ্য যোজনার ই-কাৰ্ড বিতরণ করেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। এদিনের অনুষ্ঠানে মন্ত্ৰী রাজেন গোঁহাই, সাংসদ বিজয়া চক্ৰবৰ্তী, স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, পীযুষ হাজরিকা, বিধায়ক বলিন চেতিয়া ছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃবৰ্গ উপস্থিত ছিলেন।










কোন মন্তব্য নেই