Header Ads

হাফলং-জাটিঙ্গা দুইলেন রাস্তা নির্মান নিয়ে চলছে টালবাহানা

 বিপ্লব দেব হাফলং ২২ সেপ্টেম্বরঃ হাফলং শহরের মুখ্য ডাকঘর থেকে জাটিঙ্গা জিরো পয়েন্ট পর্যন্ত দুইলেন রাস্তা নির্মান কাজ নিয়ে চলছে নানা টাল বাহনা। ৫৪ নম্বর জাতীয় সড়কের সংযোগী এই দুইলেন রাস্তা নির্মানের দায়িত্বে রয়েছে সিমপ্লেক্স সোমদত্ত বিলডার্স। কিন্তু নিম্নমানের কাজ দরুন ওই নির্মান সংস্থাকে কালো তালিকাভুক্ত করার জন্য জেলার বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠন আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। ৫৪ নম্বর জাতীয় সড়কের সংযোগী হাফলং মুখ্য ডাকঘর থেকে জাটিঙ্গা জিরো পয়েন্ট পর্যন্ত ৭,৪৮ কিলোমিটার দুইলেন রাস্তা নির্মানের জন্য রাজ্যের এনএইচ পূর্ত বিভাগ ২০১১ সালে সিমপ্লেক্স নির্মাক সংস্থাকে কাজের দায়িত্ব তুলে দেয় কিন্তু গত ৭ বছরে সিমপ্লেক্স এই রাস্তা নির্মান কাজ শেষ করতে পারেনি। পূর্ত এনএইচ বিভাগ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই রাস্তার কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিলে ও বর্তমানে রহস্য জনক কারনে রাস্তার কাজ বন্ধ রয়েছে। নির্মান সংস্থার কোনও কর্মী হাফলঙে নেই। হাফলঙে সিমপ্লেক্স নির্মান সংস্থার যে কার্যালয় ছিল এতে ও তালা ঝুলছে। প্রকল্প স্থল থেকে সব মেশিন পত্র সড়িয়ে নিয়েছে সিমপ্লেক্স নির্মান সংস্থা। ঠিক কি কারনে গা ঢাকা দিয়েছে হাফলঙে কর্মরত সিমপ্লেক্স নির্মান সংস্থার কর্মকর্তারা এর কোনও উত্তর নেই এই কাজের তদারকিতে থাকা পূর্ত বিভাগের হাফলং ডিভিশনের কাছে। এই অবস্থায় ওই দুইলেন রাস্তা নির্মান কাজ কবে নাগাদ শেষ হবে এনিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অভিযোগ মোট ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই দুইলেন রাস্তার কাজ সম্পূর্ন না করেই ইতিমধ্যে ২৩ কোটি টাকার বিল তুলে নেয় সিমপ্লেক্স নির্মান সংস্থা। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার কাজ শেষ না হওয়ার আগে কি করে এত টাকার বিল নির্মান সংস্থাটিকে মিটিয়ে দিল পূর্ত বিভাগ এনিয়ে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.