Header Ads

৩ অক্টোবর থেকে দ্বিতীয়বার রাজ্যে শুরু হচ্ছে শিক্ষা বিভাগের গুণোৎসব

বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যের ৩৩ টি জেলার প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষার মানদন্ড উন্নত করার লক্ষ্যে এবং বিদ্যালয় গুলিতে শিক্ষার পরিবেশ তৈরি সহ মিড ডে মিল বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয় গুলিতে স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে আগামী ৩ অক্টোবর থেকে দ্বিতীয় বারের জন্য গুণোৎসব শুরু হচ্ছে। ২০১৭ সালে প্রথমবার রাজ্যের শিক্ষা বিভাগ অসমের সব কয়টি জেলাতে নিম্ন প্রাথমিক ও এমই স্কুল গুলিতে প্রথমবার গুণোৎসব শুরু করে ছিল। আর এই গুণোৎসবের আয়োজন করার শিক্ষা বিভাগের প্রয়াস অনেকটা সফল হয়েছে। তারপরই রাজ্যের শিক্ষা বিভাগ প্রতিবছর এই গুণোৎসব করার সিদ্ধান্ত গ্রহন করে। সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের শিক্ষা বিভাগ দ্বিতীয়বারের জন্য রাজ্যের ৩৩ টি জেলায় ৩ অক্টোবর থেকে গুণোৎসব শুরু করছে এবং চলবে ৩ নভেম্বর পর্যন্ত। গুণোৎসবকে সামনে রেখে রাজ্যের শিক্ষা বিভাগের পক্ষ থেকে মোট ৩৩ টি জেলার ব্লক সার্কল পর্যায়ে থাকা বিদ্যালয় গুলিতে পার্থমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম পর্যায়ে ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ে রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ১৭ টি জেলায় গুণোৎসব অনুষ্ঠিত হবে এই জেলা গুলি হচ্ছে কাছাড় কার্বি-আংলং হোজাই ডিব্রুগড় কামরূপ (গ্রাম্য) কোকরাঝাড় দক্ষিণ সালমারা শোনিতপুর উদালগুড়ি নলবাড়ি যোরহাট শিবসাগর বঙ্গাইগাও মরিগাঁও চরাইদেও এবং ধেমাজী। দ্বিতীয় পর্যায়ে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজ্যের বাকি ১৬ টি জেলার প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে গুণোৎসব অনুষ্ঠিত হবে আর এই জেলা গুলি হচ্ছে ডিমা হাসাও করিমগঞ্জ হাইলাকান্দি কামরূপ (মেট্রো) ধুবড়ি গোলাঘাট তিনসুকিয়া দরং বরপেটা চিরাং মাজুলি পশ্চিম কার্বি-আংলং নগাঁও বিশ্বনাথ বাক্সা লক্ষিমপুর ও গোয়ালপাড়া। এদিকে দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত গুণোৎসবকে সামনে রেখে ডিমা হাসাও জেলার ব্লক ও সার্কল পর্যায়ে শিক্ষা বিভাগ ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.