Header Ads

লামডিঙে বিদেশী নোটিশের জের দু কোটি টাকার মানহানি মামলা বসাক দম্পতির

স্বপন দাস, লামডিং : জাতীয় নাগরিকপঞ্জী নিখুঁত ও শুদ্ধ তালিকা প্ৰকাশের বারংবার প্ৰতিশ্ৰুতি দিয়েও ব্যৰ্থ হয়েছে তা জলের মতো স্পষ্ট৷ সুপ্ৰীমকোৰ্টের বিশিষ্ট আইনজীবি উপমন্যু হাজরিকা এন আর সি প্ৰকাশিত তালিকায় হাজার হাজার ভুল ভ্ৰান্তির অভিযোগ করে আর জি আইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ মধ্য অসমের রেলওয়ে শহরের স্থায়ী বাসিন্দা রুহিদাস বসাক এবং স্ত্ৰী রত্না বসাক উভয়কেই বিদেশী নাগরিক সাজানোর প্ৰতিবাদে এক কোটি টাকা করে মানহানির মামলা দায়ের করেছেন৷ রুহিদাস রেলওয়ে বিভাগে চাকরি করেন৷ উভয়ের পরিবারই ১৯৫১ সাল থেকে লামডিঙের স্থায়ী বাসিন্দা ও ভুক্তভুগী লামডিং শহরের সন্মানীয় নাগরিক৷ ২০১৭ সালে বিদেশী নোটিস পাওয়ার পর তাদের যথেষ্ট সন্মান হানি হয়েছে৷ তাদেরকে বিদেশী ট্ৰাইব্যুনালে মামলা দায়ের করার ফলে আৰ্থিক ক্ষতি ছাড়াও মানসিকভাবে বিপৰ্যস্ত হতে হয়েছে৷ ইতিমধ্যে বিদেশী ট্ৰাইব্যুনাল তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করেছে৷ ভারতীয় হওয়ার পরও বিদেশীর তকমা লাগিয়ে তাদেরকে মানসিক ও সামাজিকভাবে হেনস্থা করার প্ৰতিবাদে তাঁরা এক কোটি টাকা করে মোট দু কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন নগাঁও আদালতে৷ প্ৰধান মন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰ মন্ত্ৰীর কাছেও কেন তাদেরকে অন্যায়ভাবে হয়রাণি করা হল, সে প্ৰশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.