Header Ads

বিশাল আকাশ সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বাজপেয়ী, তাকে ছোঁয়া যেত নাঃ প্ৰফুল্ল কুমার মহন্ত

‘‘উত্তর পূৰ্বাঞ্চলকে কেন্দ্ৰের কাছে নিয়ে এসেছিলেন অটল বিহারি বাজপেয়ী''

গুয়াহাটিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারি বাজপেয়ী ছিলেন বিশাল আকাশ সমান ব্যক্তিত্বের অধিকারী, তাকে ছোঁয়া যেত না। অটল বিহারি বাজপেয়ীর স্মতিচারণ সভায় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত এই মন্তব্য করে বলেন, রাজীব গান্ধী থেকে শুরু করে বেশ কয়েক জন প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে সম্পৰ্ক তৈরি হয়েছিল, তার ব্যতিক্ৰম ছিলেন অটল বিহারি বাজপেয়ী। তিনি প্ৰকৃতাৰ্থে অসমের সাৰ্বিক উন্নয়ন চেয়েছিলেন, শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে আজকের এই স্মৃতিচারণ সভায় বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন করে মহন্ত বলেন, শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰও বাজপেয়ীর অবদান। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল অটল বিহারি বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন করে বলেন, অসমের সাৰ্বিক উন্নয়নে বাজপেয়ীজির বিশেষ অবদান ছিল। ইষ্ট-ওয়েষ্ট করিডর, বগীবিল সেতু, উত্তর পূৰ্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে গঠিত ডোনার মন্ত্ৰক প্ৰভৃতি সবই বাজপেয়ীজির অবদান। অৰ্থ ও স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেন, উত্তর পূৰ্বাঞ্চলকে কেন্দ্ৰের কাছে নিয়ে এসেছিলেন অটল বিহারি বাজপেয়ী। সদ্য প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰীর স্মৃতি তৰ্পণ করে বলেন– অসম সরকারের আৰ্থিক অবস্থা খারাপ ছিল, ষ্টেট শেয়ারের টাকা কেন্দ্ৰীয় সরকারকে দেওয়ার ক্ষমতাও ছিল না। তা জেনেও কেন্দ্ৰের বাজপেয়ী সরকার কেন্দ্ৰীয় বরাদ্দকৃত অৰ্থ রিলিজ করে রাজ্যেকে সহায়তা করেছিলেন। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আব্দুল্লা থেকে শুরু করে কংগ্ৰেস নেতা গোলাম নবী আজাদসহ সব নেতায় বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা পোষণ করতেন। বাজপেয়ী কারও প্ৰতি বৈষম্য করতেন না। বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি বলেন, বাজপেয়ীজি বোড়ো জাতিকে অনেক কিছু দিয়েছেন, তারই সময় ২০০৩ সালে বোড়ো চুক্তি সম্পাদিত হয়েছিল। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর আপত্তি সত্বেও প্ৰধানমন্ত্ৰী বাজপেয়ীর চাপে পড়ে শেষ পৰ্যন্ত বোড়ো চুক্তি করতে বাধ্য হন। রাজ্যপাল জগদীশ মুখীসহ বহু বিশিষ্ট ব্যক্তি এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। বাজপেয়ীর শ্ৰদ্ধাঞ্জলি সভায় জননেতা আদিত্য খাকলারী বলেন, তারই সময়ে রাজ্যে পেপার মিল স্থাপন করা হয়েছিল। সেই পেপার মিল দুটি আজ মৃতপ্ৰায়, তা অবিলম্বে খোলার ব্যবস্থা করে সেই সঙ্গে বেতন বঞ্চিত শিক্ষকদের চাকরি পাৰ্মানেণ্ট করেলেই বাজপেয়ীর প্ৰতি প্ৰকৃত শ্ৰদ্ধাৰ্ঘ্য জ্ঞাপন করা হবে। প্ৰসংগত নগাঁও এবং পাঁচগ্ৰাম পেপার মিলের বেতন বঞ্চিত কৰ্মচারিরা আগামী ১১ সেপ্তেম্বর থেকে জাগীরোডে জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.