রাজ্যের হস্ততাঁত উৎপাদিত সামগ্ৰীর বিশ্ব বাজার দখলের ক্ষমতা রাখেঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল
গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ বলেন, গুয়াহাটিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সন্মেলনে ৭৯০০০ কোটি টাকার শিল্প বিনিয়োগের লক্ষ্যে ৭০০- র বেশি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর রাজ্যের শিল্প পরিস্থিতি অনুকূল হয়েছে। এ্যাডভ্যােণ্টেজ আসামের মাধ্যমে হস্ততাঁত এবং বস্ত্ৰ শিল্পক্ষেত্ৰে ৫২০ কোটি টাকার ৭ টি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছিল। আজ শ্ৰীমন্তশঙ্করদেব কলাক্ষেত্ৰে চতুৰ্থ হস্ততাঁত দিবস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মুখ্যমন্ত্ৰী এই কথা বলেন, তিনি বলেন, আমাদের হস্ততাঁত উৎপাদিত সামগ্ৰী বিশ্ব বাজার দখল করার ক্ষমতা রাখে। তার জন্য বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে হবে। বাইরের উৎপাদিত গামোছা অসমের বাজার দখল করতে না পারে, তার জন্য রাজ্যের তাঁতীদের চ্যালেঞ্জ গ্ৰহণ করতে হবে। তিনি বলেন, মহিলা তাঁতীদের সাৰ্বিক উন্নয়নের লক্ষ্যে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও' কৰ্মসূচী রূপায়নের উপর জোর দিয়েছিলেন। রাজ্যের হস্ততাঁত ও বস্ত্ৰশিল্প বিভাগের মন্ত্ৰী রঞ্জিত দত্ত বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় হস্ততাঁত শিল্পী সমারোহের জন্য রাজ্য সরকার ৩ কোটি টাকা ধাৰ্য্য করেছে। তিনি বলেন, হ্যাণ্ডলুম রিসাৰ্চ এণ্ড ডিজাইনিং সেণ্টারের মাধ্যমে হস্ততাঁত উৎপাদিত সামগ্ৰীর উন্নয়ন এবং গবেষণার উপর সৰ্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। মন্ত্ৰী দত্ত জানান, ৪ টি হস্ততাঁত প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানে উত্তীৰ্ণ হওয়া ৯৭ জনকে কৰ্মসংস্থানের জন্য বছরে ২৫ হাজার টাকা করে আৰ্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকান্দির বিধায়ক আনোয়ার হুসেইন লস্কর, খাদী ও গ্ৰামোদ্যোগ বোৰ্ডের অধ্যক্ষ ডাঃ কমলা কলিতা এবং হস্ততাঁত এবং বস্ত্ৰশিল্পের প্ৰধান সচিব হেমন্ত নাৰ্জারী, সঞ্চালক বিষ্ণু কমল বরা প্ৰমুখ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই