Header Ads

বাস ধৰ্মঘটের ফলে স্বাভাবিক জীবন যাত্ৰা ব্যাহত


গুয়াহাটিঃ সোমবার কোচ রাজবংশী সন্মিলনীর ১২ ঘণ্টা ব্যাপী রেল অবরোধের ফলে যাত্ৰীর সাধারণ দূভোগের অন্ত ছিল না। আজ মঙ্গলবার  সারা ভারত মোটর শ্ৰমিক সমন্বয়রক্ষী সমিতির আহবানে ২৪ ঘণ্টা ব্যাপী চাকা বনধের ফলে আম জনতার কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। আপামর যাত্ৰী সাধারণকে পণবন্দী করে আন্দোলকারীদের দাবি আদায়ের এই জনবিরোধী কৌশল বনধে সরকারের কোনও ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। আজ গুয়াহাটি মহানগর সহ নিম্ন অসমের ধুবড়ি, বঙ্গাইগাঁও উজান অসমে তিনসুকিয়া বরাকের করিমগঞ্জ সহ বিভিন্ন জেলায় বনধ সমৰ্থনের ফলে পথে কোনও যান বাহন নামে নি। গুটি কয়েকটি ছিল সরকারি বাস। মানুষের ক্ষোভের বৰ্হিপ্ৰকাশ লক্ষ্য করা গিয়েছিল। আজ ব্যক্তিগত মালিকানাধীন স্কুল বাসগুলিও বনধ সমৰ্থন করে ছিল। যার ফলে বহু বিদ্যালয়ে ছাত্ৰ-ছাত্ৰীদের পড়া শুনায় ক্ষতি হয়। যান বাহন আইন সংশোধন, জ্বালানি তেলের মূল্য হ্ৰাস, তেলে জি এস টি লাগু এবং শ্ৰমিকদের বিভিন্ন কল্যানমূলক কৰ্মসূচীসহ ১০টি দাবি রূপায়নের দাবিতে আজকের বনধের ফলে স্বাভাবিক জীবন যাত্ৰা ব্যাহত হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.