Header Ads

অসমে ফুটলোনা মমতার ঘাঁস ফুল, অসমবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালের


গুয়াহাটিঃ এনআরসির চূড়ান্ত খসড়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তব্যের পরও বরাক উপত্যকার নাগরিক সমাজ ধৈর্য, সংযম এবং সমন্বয়ের পরিচয় দেওয়ায় প্রশংসা ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এমনকি কুঅভিপ্রায় নিয়ে তৃনমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল বরাকে এসে প্রশাসনের সঙ্গে অভব্য আচরনও করেছে বলে অভিযোগ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মিডিয়া সেল থেকে ইস্যু করা এক বিবৃতিতে বরাক উপত্যকার পাশাপাশি রাজ্যের সব বাংলাভাষী মানুষ সম্প্রীতির এক নিদর্শন তুলে ধরেছেন বলে তাঁদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সনোয়াল। বিবৃতিতে বলা হয়েছে, ‘সুদূর অতীত থেকেই বরাক ও ব্রহ্মপুত্র সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। কোনও প্ররোচনাকারী শক্তিই এই বন্ধনকে ছিন্ন করতে পারবে না। কারন অসম হচ্ছে, বিভিন্ন জাতি-জনগোষ্ঠী,  ধর্ম-সম্প্রদায় এবং ভাষাভষী লোকের মিলনভূমি। ঘাত-প্রতিঘাত সত্বেও অসম সমস্ত বিশ্বের সামনে সম্প্রীতির এক নিদর্শন হয়ে রয়েছে’। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে রাজ্য সরকার যে ভালোভাবে নেয়নি তা ষ্পষ্ট করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে 'পশ্চিমবঙ্গের মত একটি প্রগতিশীল রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ভাষার নামে সাম্প্রদায়িকতার গন্ধ মাখানো উস্কানিমূলক বক্তব্য প্রদান করা মোটেই শোভা পায় না। অথচ, এই বঙ্গের সঙ্গে অসমের সম্পর্ক বেশ নিবিড় ও মধুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমিয়া ভাষার বিভাগ খোলার ব্যবস্থা করেছিলেন আশুতোষ মুখার্জী। ড০ ভূপেন হাজরিকা তাঁর জীবনের সবচেয়ে সৃষ্টিশীল কাজকর্ম করেছেন কলকাতার টালিগঞ্জে বসবাস করেই। সাহিত্য সম্রাট লক্ষীনাথ বেজবরুয়ার বিয়ে হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি প্রজ্ঞা সুন্দরীর সঙ্গে। এই অসমে এসেই মানবতা ও সমন্বয়ের বাণী ছড়িয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাসের মত ব্যক্তিত্ব'। মুখ্যমন্ত্রী সনোয়াল আরও বলেছেন, 'বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে ওঠা অসম হচ্ছে ভারতবর্ষের একটি ক্ষুদ্র সংস্করণ। অসমের সভ্যতা-সংষ্কৃতির অতীতই হচ্ছে সহনশীলতার। আর এনআরসি হচ্ছে ভবিষ্যৎ সুরক্ষার এক দলিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং আরজিআই'র প্রত্যক্ষ তত্বাবধানে, রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগীতায় এই এনআরসি নবায়ন হচ্ছে। প্রথম খসড়া প্রকাশের পরও এভাবে একটি প্ররোচনাকারী শক্তি সক্রিয় হয়েছিল, কিন্তু অসমের মানুষের জন্য সফল হয়নি ওঁরা'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.